সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দারুন পরিকল্পনা কেন্দ্রের, এখন স্টার রেটিং দেখেই কি’ন’তে পারবেন পছন্দের গা’ড়ি

প্রতি বছর ভারতে পথ দুর্ঘটনায় এক থেকে দেড় লক্ষ মানুষের মৃত্যু হয়। কেন্দ্রীয় সরকার তাই চার চাকা গাড়িতে দুর্ঘটনা কমাতে একাধিক সিদ্ধান্ত নিচ্ছে। সেই সূত্রেই দেশে প্রথমবার দেশে শুরু হতে চলেছে ‘ভারত নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম’।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি বুধবার লোকসভায় এ কথা জানিয়েছেন। ‘ভারত নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম’ বা বিএনসিপি হল ‘ক্র্যাশ টেস্টিং’ ব্যবস্থা। এর মাধ্যমে কোনও দুর্ঘটনায় গাড়ি এবং চালকের নিরাপত্তা মাপা হবে।

গাড়িগুলিকে দেওয়া হবে ১ থেকে ৫ স্টার রেটিং। যে গাড়িগুলির রেটিং বেশি হবে সেগুলিকেই নিরাপদ গাড়ি হিসেবে চিহ্নিত করা হবে। ইতিমধ্যেই এই নিয়ে কাজ শুরু করেছে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক।

আরো পড়ুন: ৭ মাসে ৬০০ কো’টি ঋণ মঞ্জুর! ১০০০ কোটি টা’কা ছুঁ’তে চলেছে স্টুডেন্ট ক্রেডিট কা’র্ড, আশা করছে নবান্ন

এই কর্মসূচির অধীনে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলিকে ক্র্যাশ টেস্টিং কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করা হবে। যাতে নতুন গাড়ির মডেলে নিরাপত্তার দিকেও শ্যেণ দৃষ্টি রাখা যায়।

অ্যাকটিভ এবং প্যাসিভ নিরাপত্তা বৈশিষ্ট-সহ শিশু এবং প্রাপ্তবয়স্কদের নিরাপত্তা সুনিশ্চিত করাই হবে এর মূল লক্ষ্য। বর্তমানে গ্লোবাল এনসিএপি চালু আছে। যার মাধ্যমে গাড়ির ক্র্যাশ টেস্টিং করা হয়। বিএনসিপি সেই মডেলকেই অনুসরণ করবে।

জানানো হয়েছে ২০১৯-এর ১ জুলাইয়ের পর তৈরি গাড়িতে ৮টির বেশি আসন রাখা যাবে না। পাশাপাশি চালকের জন্য এয়ারব্যাগ, সিট বেল্ট রিমাইন্ডার, ম্যানুয়াল ওভার-রাইড, সিস্টেম অ্যালার্ট সিস্টেম এবং গাড়ির রিভার্স গিয়ার সেন্সরের মতো নিরাপত্তা বৈশিষ্ট্য বাধ্যতামূলক করা হয়েছে।