সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবছর মহাশিবরাত্রিতে আছে বি’র’ল ও শুভ যো’গ, মু’ক্তি মিলবে শনির ম’হা’দ’শা থেকে

হিন্দু পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালিত হয় মহা শিবরাত্রি। এবছরের মহা শিবরাত্রি আগামী ১৮ই ফেব্রুয়ারি। ভগবান শিবের পূজা করা হয় এবং উপবাস পালন করা হয় এই দিনে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এবারের শিবরাত্রি হতে চলেছে বিশেষ কারণ এই দিন শনি প্রদোষ আরো নানান যোগ তৈরি হবে।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটি শুভ বলে পরিচিত। মহা শিবরাত্রির দিনে ভগবান শিব শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ করতে পারেন সেই সঙ্গে শনি গ্রহজনিত যে কোন দোষ কেটে যেতে পারে এই দিনে জলে কালো তিল দেখে ভগবান শিবকে অর্পণ করলে শনির মহাদশা থেকে মুক্তি মিলবে।

সর্বার্থ সিদ্ধিযোগ শুরু হবে বিকাল ৫ টা ৪২ থেকে। এই সময় ভগবান শিবের উপাসনা করলে চূড়ান্ত সাফল্য পাবেন। কোন নতুন কাজ ব্যবসা বা চাকরি শুরু করলে তা ভালো ফল দেবে। মহা শিবরাত্রিতে শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে। ১৩ ই ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে।

আরো খবর: আজ সোমবার, দেখে নিন কি বলছে আপনার রাশিফল (30.01.2023)

পিতা এবং পুত্র একসাথে থাকায় তা কুম্ভ রাশির জন্য বিশেষ ফলদায়ক হবে। ক্যারিয়ার ও আর্থিক বিষয় বুৎপত্তি অর্জন করবেন। মহা শিবরাত্রিতে গুরু বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করবেন।

হংসরাজ যোগ সৃষ্টি হবে এর ফলে ক্যারিয়ারের দিক থেকে উচ্চতার চরম শিখরে পৌঁছে যাবেন। যে কোন সিদ্ধান্ত নেবেন তা ফলদায়ক হবে। শুক্র মীন রাশিতে উন্নীত হবে এর ফলে মালোব্য যোগ সৃষ্টি হবে ভগবান শিব আপনার মনস্কামনা পূর্ণ করবেন।