সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“দুয়ারে রেশন” প্র’ক’ল্পে এবার হবে ৪২ হাজার কর্মসংস্থান, বি’রা’ট ঘোষণা মুখ্যমন্ত্রীর, জেনে নিন

এবার দুয়ারে রেশন প্রকল্পের আওতায় নতুন কর্মসংস্থানের হদিশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার জন্য এবার দুজন করে কর্মী নিয়োগ করতে পারবেন ডিলাররা। রাজ্য সরকার এবং ডিলাররা তাদের অর্ধেক করে মাইনে দেবেন। সেই টাকা নিয়ে তারা বাড়ি বাড়ি পৌঁছে দেবেন রেশন। একইসঙ্গে জানানো হয়েছে যে রাজ্য সরকার রেশন ডিলারশিপ নেওয়ার খরচ অনেকটাই কমিয়েছে। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডিলারদের মধ্যে একাংশের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নিলো রাজ্য সরকার।

এতদিন রেশন ডিলাররা তাদের আওতায় কর্মী নিয়োগ করতে পারতেন না। তবে রাজ্যের সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে রেশন ডিলাররাও তাদের অধীনে দুজন করে কর্মী নিয়োগ করতে পারবেন। সব মিলিয়ে এবার রাজ্যে 42000 নতুন কর্মসংস্থান হতে পারে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। যাদের মাসিক বেতন হবে 10 হাজার টাকা করে।

শুধু নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে নয়, রেশন ডিলারশিপ নেওয়ার খরচ আগের তুলনায় অনেকটাই কমিয়ে নেওয়া হয়েছে। এবার থেকে বাংলাতে রেশন ডিলারশিপ নিতে গেলে দিতে হবে মাত্র 50 হাজার টাকা। আগে যেখানে 5 লক্ষ টাকা খরচ করতে হতো। পুরুষদের পাশাপাশি মহিলারাও এবার রেশন ডিলারশিপ নিতে পারবেন। বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন 21 হাজার গাড়ি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ডিলাররা যদি নিজেদের গাড়িতে রেশন পৌঁছে দেন তাহলে তাদের এক লক্ষ টাকা করে ভর্তুকি দেওয়া হবে। নতুন গাড়ি কিনতেও একই টাকা ভর্তুকি দিতে হবে। কুইন্টাল প্রতি কমিশন বাড়ানো হবে বলেও রাজ্য সরকার জানিয়েছে।