সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মর্গে স্বামীর মৃ’ত’দে’হ, খাট নিয়ে হাজির দুই স্ত্রী! দে’হ নিয়ে কাড়াকাড়ি

নদিয়ার কোতোয়ালি থানার কৃষ্ণনগরের চাঁদ বাড়ির বাসিন্দা হরেন হালদারের সম্প্রতি মৃত্যু হয়েছে। পেশায় মাছ ব্যবসায়ী ওই ব্যক্তির মৃতদেহ নেওয়ার জন্য হাসপাতালে এসে উপস্থিত তার দুই স্ত্রী। এক বৃদ্ধের দেহ নিয়ে দুই স্ত্রীর মধ্যে এই টানাপোড়েনকে কেন্দ্র করে নদীয়ার শক্তিনগরে চাঞ্চল্য ছড়ালো। খাট নিয়ে এদিন স্বামীর মৃতদেহ নেওয়ার জন্য মর্গের সামনে হাজির দুই স্ত্রী।

পরিবার সূত্রে খবর ওই ব্যক্তি গত রবিবার নিজের বাড়িতে হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে তার মৃত্যু হয়েছে। তার দেহ শক্তিনগর পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দেহ নিয়ে টানাটানি পড়ে যায় দুই স্ত্রীর মধ্যে। ওই বৃদ্ধের চারজন স্ত্রী বলে জানা গিয়েছে। তারমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজন এখনো জীবিত।

জীবিত দুই স্ত্রীর মধ্যে ফেরত নেওয়ার জন্য ঝামেলা বেঁধেছে। তাদের মধ্যে একজন স্ত্রীর কাছে বিয়ে প্রমাণপত্র পাওয়া যায়নি। দীপালি হালদার নামের আরেক মহিলা নিজেকে বৃদ্ধের স্ত্রী বলে পরিচয় দেন। তার দাবি তার স্বামীর চারজন স্ত্রী ছিলেন। এদের মধ্যে দুজন আগেই মারা গিয়েছেন। দীপালি হালদার হরেন হালদারের প্রথম পক্ষের স্ত্রী। তার স্বামী তার সঙ্গেই থাকতেন। তিনি টালিগঞ্জের পরিচারিকার কাজ করতেন। সেই থেকে যা আয় হত তাই না তাদের সংসার চলে।

ওই মহিলা অভিযোগ করছেন তার কাছে বিয়ের বৈধ প্রমাণপত্র রয়েছে। তা সত্ত্বেও তার স্বামীর দেহ তাকে দেওয়া হচ্ছে না। তিনি আপাতত তার স্বামীর সৎকার করতে চান। দুই হাতে না পাওয়া পর্যন্ত শক্তিনগর পুলিশ মর্গের সামনে অপেক্ষা করছেন দীপালি হালদার।