সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অন্যরকম সাইকেল, সা’রা দেশজু’ড়ে আছে মা’ত্র ৩ টি

এমন ধরনের সাইকেল আগে দেখেছেন, না দেখারই কথা। কারণ ভারতে রয়েছে নাকি এমন সাইকেল মোট ৩ টি। এই সাইকেল কিন্তু অন্যসব সাইকেলের মতো নয়, এই সাইকেলের প্যাডেল একেবারে ২৫ সেমি ওপরে।

মোট কথা যিনি এই সাইকেল চালাবেন তাঁর মাথার ওপরে পা তুলতে হবে। শুনে অবেক হচ্ছেন, কিন্তু এই সাইকেল আরাম করে শুয়ে চালাতে পারবেন। একেবারে রিল্যাক্স করে পিঠ এলিয়ে আরামে সাইকেল চালাতে পারবেন।

এই সাইকেলের গতিবেগ ঘন্টায় ৮০ কিমি। ইউরোপে এই সমস্ত সাইকেল হামেশাই দেখা যায়, কিন্তু ভারতে এমন সাইকেল প্রায় নেই বললেই চলে। সাইকেল নিয়ে যারা রোড ট্রিপ করতে পছন্দ করেন তাঁদের জন্য এই সাইকেল দারুণ উপকারি হবে।

আরো পড়ুন: OMG: ২ বছর বয়সী ছেলের গু’লি’তে ঝাঁঝরা বাবা

দেশের কোনো দোকানেই এই সমস্ত সাইকেল বিক্রি হয় না। কিন্তু বাঙালী একজনের হাতে তৈরী হয়েছে সাইকেল। ৬৩ বছর বয়সে সজল রাম নামে এক ব্যাক্তির হাতে বানানো। মূলত একটি ভিডিও দেখে এই সাইকেল বানিয়েছেন তিনি।

লকডাউনের আগে তাঁর পেশা ছিল মাটি, ফাইবার দিয়ে মিনিয়েচার বানানো, মূর্তি বানানো। কিন্তু করোনার জন্য দারুণ ভাবে ব্যবিসার ক্ষতি হয় তাঁর। কিন্তু বাড়িতে বসে সময় নষ্ট না করে এই সাইকেল বানিয়েছেন তিনি, নিজের হাতে।

সাইকেলের নেশা তাঁর বরাবর ছিল, কিন্তু রিকামবেন্ট সাইকেলের বিভিন্ন ভ্যারিয়েশন দেখে তাঁর কৌতূহল আরও বেড়ে যায়। তাঁর পরেই মাত্র ১৮ দিনের চেষ্টায় তিনি বানিয়ে ফেলেন ভারতের তৃতীয় রিকামবেন্ট সাইকেল।