সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলার ২ জেলায় বাতিল হচ্ছে এই সমস্ত গাড়ি, হা’তে আছে মা’ত্র কয়েকটি দিন

এবার রাজ্যে ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল করা নির্দেশ দিয়েছেন ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। সম্প্রতি রাজ্যের দুটি জেলার ক্ষেত্রে নির্দেশ লাগু করা হয়েছে। কলকাতা এবং হাওড়ার সমস্ত বিএস চার গাড়ি বাতিল করা হবে বলে জানানো হয়েছে।

সমস্ত ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ি বাতিল করা হবে। পরিবেশ দূষণ রোধে বিএস ছয় গাড়ি ব্যবহার করা নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গাড়ির মালিকদের কাছে এই মর্মে চিঠি পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে।

মঙ্গলবার রাজ্যের কলকাতা এবং হাওড়া জেলাতে ১৫ বছরের পুরনো ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে সমন্বয় রেখে পরিবেশ দূষণ রোধের জন্য বিভিন্ন অ্যাকশন প্ল্যান তৈরি করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল।

আরো পড়ুন: নির্ধারিত সময়ের অনেক আগেই ED দপ্তরে ঢু’কে পড়লেন মানিক

২০০৮ সালে কলকাতা হাইকোর্ট পনেরো বছরের পুরনো গাড়ি নিষিদ্ধ করে দেয়। যদিও খাতায়-কলমে এই নিয়ম কার্যকর হয়নি। রাজ্য পরিবহন দপ্তর ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষ বাণিজ্যিক গাড়ি চিহ্নিত করেছে।

চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহ থেকে মেয়াদ উত্তীর্ণ গাড়ির মালিকদের ঠিকানায় নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় পরিবহন দপ্তর। মূলত ১৫ বছরের বেশি পুরনো বাণিজ্যিক এবং ব্যক্তিগত গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। তিন দফায় রাজ্য জুড়ে ১০ লক্ষেরও বেশি গাড়ি বাতিল হবে।