সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইউক্রেন-রাশিয়ার যু’দ্ধে কেউ জ’য়ী হবে না, ভারত শান্তির প’ক্ষে, জার্মানিতে বললেন মোদি

যুদ্ধ করে কেউ জয়ী হতে পারবে না, এতে লাভের থেকে ক্ষতিই বেশী হবে। ভারত যে সর্বদা শান্তির পক্ষেই রয়েছে সেটা জার্মানিতেও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল সোমবার বার্লিনে জার্মান চান্সেলার ওলাফ শোলতজের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আর সেখানেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বিভিন্ন দিক উঠে আসে। আর সেই সবের পরিপ্রেক্ষিতেই তিনি বার্তা দেন। জানা গেছে জি-৭ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে চলেছে জার্মানি।

আসলে রাশিয়ার বাড়বাড়ন্ত নিয়ে প্রায় বিশ্বের সমস্ত দেশ চিন্তার মধ্যে। তারা রাশিয়াকে এক ঘরে করে দেওয়ার পরিকল্পনা করছে ঠিকই। কিন্তু এর জন্য ভারতকে পাশে চাইছে বার্লিন।

আরো পড়ুন: কোটি কোটি টা’কা আত্মসাৎ ও সরকারি গাড়ি বি’ক্রি’র অভিযোগে গ্রে’ফ’তা’র হতে পারেন ইমরান!

গত ২ মাসের ওপরে হয়ে গেল রাশিয়া ইউক্রেনের যুধ চলছে। ঠিক এই সময়েই প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফরে রওনা দিলেন। জানা যাচ্ছে তাঁর এই ইউরোপ সফরে জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স সহ আরও বিভিন্ন দেশে বৈঠক করবেন তিনি।

আর ঠিক সেই পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী জার্মানির চ্যান্সেলারের সাথে প্রধানমন্ত্রী বৈঠকে বসেন। সেখানেই নাকি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করার কথা জানা যাচ্ছে জি-৭ বৈঠকে। কারণ একটাই আন্তর্জাতিক মঞ্চে রাশিয়াকে এক ঘর করার জন্য ভারতের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ।

স্বাভাবিকভাবেই জি-৭ এর আয়োজক জার্মানি তাই ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ এবার তারা সেড়ে নিতে চায় বলেই মনে হচ্ছে। ২৬ থেকে ২৮ তারিখের মধ্যে এই বৈঠক হতে চলেছে, সেটা আবার আল্পস পর্বতমালায় ঘেরা বাভারিয়ায় ।

আরো পড়ুন: আ’জ অক্ষয় তৃতীয়া ও ঈদ, কোথায় কোথায় বৃষ্টি হ’বে জেনে নিন

কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ব্রিটেন ও আমেরিকার প্রতিনিধিরা সবাই এই বৈঠকে যোগ দিতে চলেছে। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে ভারত কোনোভাবেই তাঁদের পরিষ্কার অবস্থান রাখে নি।

এমনকি আমেরিকা ও ইউরোপের নিষেধাজ্ঞাও মানে নি নয়া দিল্লি। সেই কারণেই ভারতকে আমন্ত্রণ জি-৭ বৈঠকে। মনে করা হচ্ছে যাতে বুঝিয়ে হলেও ভারতকে যেন রাশিয়ার বিপক্ষে নিয়ে আসতে চায় তারা।