সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অবসরে বি’রা’ট অঙ্কের টা’কা, মাসে লক্ষ টা’কা পেনশন, এই সরকারি স্কি’মে লা’ভ’বা’ন হবেন আপনিও

কেন্দ্রীয় সরকার বয়স্ক মানুষদের বার্ধক্যের কথা মাথায় রেখে অনেক প্রকল্প এনেছে। যেখানে আপনি পেনশন বাবদ প্রতি মাসে বিশাল অঙ্কের টাকা পেতে পারেন।

আপনাকে এর জন্য আজ থেকে বিনিয়োগ করতে হবে। যাতে ৬০ বছরের পরে বার্ধক্যে পা দিলে টাকার জন্য সমস্যা না হয়।

ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) স্কিমে বিনিয়োগ করলে আপনার টাকা ইক্যুইটি ও ডেট উভয় ক্ষেত্রেই বিনিয়োগ করা হয়। অবসর গ্রহণের পরে বড় অঙ্কের মাসিক পেনশন পেতে আপনার NPS স্কিমে বিনিয়োগ করা উচিত।

আরো পড়ুন: ভারী বৃষ্টির স’ত’র্ক’তা, কলকাতা নিয়ে এই মু’হূ’র্তে ব’ড় আপডেট হাওয়া অফিসের

আপনি এতে বিনিয়োগ করে বৃদ্ধ বয়সে প্রতি মাসে ২ লাখ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। যদি ৪০ বছরের জন্য প্রতি মাসে ৫০০০ টাকা করে এই স্কিমে জমা করেন, তবে আপনি ১.৯১ কোটি টাকা পাবেন।

এর পরে, মেয়াদপূর্তিতে টাকার পরিমাণের ওপর ভিত্তি করে ২ লক্ষ টাকা মাসিক পেনশন পেতে পারেন আপনি। এতে, সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান থেকে ১.৪৩ লক্ষ টাকা ও ৬৩,৭৬৮ টাকা মাসিক রিটার্ন পাওয়া যাবে। বিনিয়োগকারী জীবিত থাকা পর্যন্ত অ্যানুইটি থেকে প্রতি মাসে ৬৩,৭৬৮ টাকা পেতে থাকবেন।