সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৪ পুরনিগমের ভো’ট হ’বে ২২ জানুয়ারি, জানিয়ে দি’লো রাজ্য নির্বাচন কমিশন

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার রাজ্যজুড়ে কড়া বিধি-নিষেধ জারি করেছে। তবে অবশ্য পুরনিগমের নির্বাচনের ভোটগ্রহণের দিনক্ষণের কোনো পরিবর্তন হচ্ছে না। নবান্ন থেকে জানিয়ে দেওয়া হল নির্ধারিত দিনে অর্থাৎ আগামী 22 শে জানুয়ারি রাজ্যের চারটি পুরসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর রাজ্য নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে কমিশন অবশ্য প্রচারে কোনো বাধা রাখেনি। কিন্তু মেনে চলতে হবে কমিশনের নির্দেশিকা। সোমবার পুরভোটের ভবিষ্যৎ নিয়ে রাজ্য সরকারের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস। করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেখানে। কমিশনের তরফ থেকে জানানো হয় নির্ধারিত দিনে ভোট হবে।

কমিশনের তরফ থেকে যুক্তি দেখানো হয়েছে করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত হচ্ছে কলকাতাতেই। কলকাতার ভোট পর্ব মিটে গিয়েছে। এমতাবস্থায় যে চারটি পৌরনিগমের ভোট হতে চলেছে সেখানে সংক্রমণ ততটা ভয়াবহ নয়। এখনই ভোট বাতিল করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলেই কমিশনের মত।

যদিও প্রচারের ক্ষেত্রে অবশ্য কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। প্রচারের ক্ষেত্রে একজন প্রার্থীর হয়ে সর্বোচ্চ 5 জন বেরিয়ে প্রচার করতে পারবেন। ছোট ছোট সভা করার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে নিয়ে প্রচার চালানোর কথা বলা হয়েছে। এইভাবে নিয়ম মেনে বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগরে ভোট হতে চলেছে।