সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দার্জিলিংয়ের বিভিন্ন প্রা’ন্তে তুষারপাত, টয়ট্রেন চলাচল করার ক্ষে’ত্রে ব’ড় বদল

সারা রাজ্য জুড়ে শীতের বিদায় ঘণ্টা ইতিমধ্যেই বেজে গেছে।তাপমাত্রার পারদ ধীরে ধীরে ঊর্ধ্বগামী।উত্তরবঙ্গে শীতের আমেজ কিছুটা থাকলেও দক্ষিণবঙ্গে সূর্যমামা নিজের প্রকোপ দেখাতে শুরু করে দিয়েছে।কিন্তু দার্জিলিঙে দেখা যাচ্ছে একেবারে অন্য ছবি।

সান্দাকফু, ফালুট সহ পাহাড়ের একাধিক স্থানে ফের তুষারপাত দেখা দিয়েছে।এই খবর শুনে পর্যটকদের আনন্দের শেষ নেই। তবে ১ মার্চ থেকেই দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেনের ক্ষেত্রে দুটি বড় বদল আনতে চলেছে ভারতীয় রেল।

একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যাত্রী সংখ্যা কম থাকার কারণে দার্জিলিং থেকে নিউ জলপাগুড়িগামী ও নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয়ট্রেনের ক্ষেত্রে এসি স্পেশাল কোচ আপাতত বন্ধ রাখা হচ্ছে।

আরো খবর: ৮ হাজারের বেশি স্কুল রাজ্য থেকে উঠে যেতে পারে! কি করতে চাইছে রাজ্য সরকার?

এই বিষয়ে পরবর্তী কোনো আপডেট IRCTC র সাইটে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে খুশির খবর এই যে টয় ট্রেনে আবার চালু হচ্ছে জয় রাইড।

দার্জিলিং স্টেশন ও ঘুম স্টেশনের মধ্যে ৪টি স্পেশাল টয় ট্রেনের জয় রাইড চালু হবে। ১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত এই জয় রাইড উপভোগ করতে পারবেন পর্যটকরা।