সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পোশাক নয় ক’র্মই তার আসল পরিচয়, অসমে বন্যাদুর্গতদের পা’শে ব্যতিক্র’মী আমলা

অসমে বন্যায় ভেসে গেছে চারদিক, মানুষের জীবন ক্রমেই যেন দুর্বিষহ হয়ে উঠেছে। ইতিমধ্যেই এক স্হান থেকে আরেক স্হানে যেতে হয়েছে অনেকটা বাধ্য হয়েই। চারদিকে প্যাচপ্যাচে কাদা, তার মধ্যেই মানুষ আস্হানার খোঁজে দৌড়ে বেড়াচ্ছে।

কিন্তু সেই কাদার মধ্যেই দেখা যাচ্ছে এক মহিলাকে, পড়নে তার শাড়ি, উস্কোখুস্কো চুল, ও মুখে একগাল হাসি। দেখলেই মনে হবে গ্রামের কেউ। কিন্তু না , সে একজন আইএ এস অফিসার। দেখলে বোঝার উপায় নেই।

কাছারের আইএএস অফিসার কীর্তি জাল্লি, যিনি ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলির পরিদর্শন করতে বেরিয়ে ছিলেন। আর সেই ছবিই তার ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।

আরো পড়ুন: মাধ্যমিকের উত্তরপত্রে দু’র্দা’ন্ত গালিগালাজ! অভিভাবকদের খাতা দেখিয়ে দি’লো মধ্যশিক্ষা পর্ষদ

একপাশে যেখানে দিল্লির মতো জায়গায় আইএএস সঞ্জীব খিরওয়ার ও তাঁর স্ত্রী রিঙ্কু দুগ্গার নয়াদিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে কুকুর নিয়ে হাঁটার খবরে সারাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে, সেখানেই আরেকজন আইএএস অফিসারের কাঁদায় নেমে মানুষের পাশে থেকে কাজ করে চলেছে।

এই দুটি ঘটনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা সবাই জানি অসমে ভয়ঙ্কর বন্যা হয়েছে, যার কারণে নদীর সমস্ত এলাকা দারুণভাবে প্লাবিত হয়েছে। এবার সেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেই বেড়িয়েছিলেন তিনি।

একেই হয়তো বলে গ্রাস রুট লেভেলে কাজ করা, সাধারণ মানুষের পাশে থাকা। তার টুইটার হ্যান্ডেল থেকে সমস্ত ছবি শেয়ার করা হয়েছে। যেখানে তাকে দেখা যাচ্ছে একেবারে সাধারণ পোশাকে।

গত ২৫ মে কীর্তি জাল্লি চেসরি গ্রামপঞ্চায়েত, বরখোলা ব্লকের চুতরাসঙ্গন গ্রামে কাদার মধ্যে হেঁটে ঘুরেছেন। সমস্ত গ্রামবাসীদের সাথে কথা বলেছেন। কিভাবে পরিস্হিতি ঠিক করা যায় তার জন্য কি কি করণীয় তার পদক্ষেপ গ্রহণ নিয়েও কথা বলেছেন।

সেখানে যারা সংশ্লিষ্ট আধিকারিক রয়েছেন , তাদের এই সমস্ত বিষয় নিয়ে নির্দেশ দিয়েছেন‌। এমনকি তার সেই ভিডিওতে তাকে বলতে শোনা গেছে আমার জন্য পরিষ্কার জল দরকার নেই, বন্যার জলই দিন আমাকে।