সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার ন’ষ্ট হওয়া উপগ্রহ! কি আ’শ’ঙ্কা করছেন বিজ্ঞানীরা?

দুই দশক আগে মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসা এক উপগ্রহ উৎক্ষেপণ করেছিল মহাকাশে। বুধবার পৃথিবীতে আছড়ে পড়েছে সেই উপগ্রহ অন্তত এমনটাই জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণাগারই সংস্থা। এই উপগ্রহের নাম হলো রেওভেন রামাটি হাই এনার্জি সোলার স্পেকট্রোস্কপিক ইমেজার।

১৬ বছর সে প্রদক্ষিণ করেছে কিন্তু আর সে কাজ করতে পারছে না। এবার ভূপৃষ্ঠের দিকে আসতে চলেছে এই উপগ্রহ। ওজন তার ৩০০ কেজি, তাই পৃথিবীতে আছরে পড়লেও ক্ষতির কোন প্রকার সম্ভাবনা নেই।

সাধারণ মানুষ কিংবা সম্পত্তির কোন রকম ক্ষয়ক্ষতি হবে না বলেই জানা গিয়েছে। মার্কিন মহাকাশ গবেষণাকারী সংস্থা জানিয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে আসলেই ওই উপগ্রহ পুড়ে ছাই হয়ে যায়। তবে এই উপগ্রহ মানুষের ক্ষতি করতে পারে ২০৪৭ সালে।

আরো খবর: কাদের কথায় দিল্লিতে গিয়ে ম’হা ফাঁ’প’ড়ে? হোটেলেই ব’ন্দি কূলহীন মুকুল!

তবে পৃথিবীর কোথায় এটি আছড়ে পড়েছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। ২০০২ সালে এই উপগ্রহ পাঠানো হয়েছিল মহাকাশে সূর্যকে প্রদক্ষিণ করবার সময় দেশ ভালই কাজ করছিল।

কিন্তু হঠাৎ করেই ২০১৮ সালে এই উপগ্রহের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে ওই উপগ্রহ সম্পর্কে কোনো খোঁজখবর পাওয়া যায়নি বলেই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা! অবশেষে সে ফিরতে চলেছে তার নিজের বাড়িতে