সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আতিকের স’ঙ্গী গুড্ডু মুসলিমকে আ’শ্র’য়! চা’ক’রি হারালেন গ্যাং’স্টা’রের শ্যালক

দিন কয়েক আগে আতিক এবং তার ভাইকে গুলি করে হত্যার ঘটনায় উদ্ধার হয়ে উঠেছিল উত্তর প্রদেশ। সেই গ্যাংস্টারের হত্যাকান্ড নিয়ে এখনও চলছে নানান রকম তরজা। গ্যাংস্টার এবং সমাজবাদী পার্টির পাঁচবারের বিধায়ক আতিক আহমেদের শ্যালক আখলাক আহমেদকে আগেই গ্রেফতার করা হয়।

এবার সেই সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করা হলো তার চাকরি থেকে মিরাটের একটি সরকারি হাসপাতালে তিনি ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসক। আতিক ঘনিষ্ঠ মুসলিম গুড্ডুকে আশ্রয় দিয়েছিলেন তিনি এমনটাই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর সিসিটিভি ফুটে যে স্পষ্ট দেখা গিয়েছে প্রয়াগ রাতে আইনজীবী উমেশ পাল এবং দুই পুলিশকর্মীর খুনের পর গুড্ডু আখলাকের বাড়িতে প্রবেশ করছেন। আবার সপ্তাহ তিনেক আগে তাকে গ্রেফতার করা হয়। এবার তার চাকরি চলে গেল।

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন আখলাক নানান রকম অনৈতিক কাজকর্মের সঙ্গে জড়িত তাই তাকে তার চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরো খবর: উচ্চমাধ্যমিক স্তরে আরো দুটি বি’ষ’য় পড়ানো হবে, বিজ্ঞপ্তি জা’রি পর্ষদের

একজন চিকিৎসক হিসেবে কিভাবে তিনি সরকারি নিয়ম লঙ্ঘন করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। স্বাস্থ্যকর্মীর এমন আচরণ কিছুতেই বরদাস্ত করা যায় না বলেও জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত ১৫ই এপ্রিল রাতে প্রয়াগরাজ হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে যাওয়ার সময় আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ আহমেদের উপর অতর্কিত হামলা জানান কয়েকজন দুষ্কৃতি। পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয় তাদের। এই ঘটনায় আপাতত তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকিদের খোঁজে চলছে তদন্ত।