সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্ব’স্তি শহর’বাসী’র! খু’ল’ল রথবাড়ি ফ্লাই’ওভার

স্বস্তি শহরবাসীর! খুলল রথবাড়ি ফ্লাইওভার

মালদা,২৮ সেপ্টেম্বর : প্রায় এক মাস পর স্বস্তির নিঃশ্বাস ফেলল শহরবাসী। মালদা শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা রথবাড়ি। সেখানে রয়েছে রথবাড়ি ফ্লাইওভার। সানি পার্ক, রিজেন্ট পার্ক, বুড়াবুড়িতলা, অমৃতি, মিলকি, মানিকচক সহ দূর-দূরান্তের মানুষ ব্যবহার করেন এই ফ্লাইওভার। পণ্যবাহী লরি, যাত্রীবাহী বাস থেকে শুরু করে বিভিন্ন পরিবহন চলাচল করে এই ফ্লাইওভার দিয়ে।

গত একমাস ধরে ফ্লাইওভার সংস্কারের কাজ চলছিল। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছিল সমস্ত পরিবহন চলাচল। এর ফলে সমস্যায় পড়েছিলেন শহরবাসী। ফ্লাইওভারের ওপারে যেতে গেলে ঘুরপথে কৃষ্ণপল্লি, মালঞ্চ পল্লী হয়ে ঘোড়াপীর পৌঁছাতে হত সাধারণ মানুষদের। খরচের পাশাপাশি সময় অপচয় হতো তাদের।

গত রবিবার ২৬ সেপ্টেম্বর থেকে আপাতত ব্রিজের একদিক খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। যাওয়া আসা করছে ছোট পরিবহন। বাস কিংবা পণ্যবাহী কোন লরি ফ্লাইওভার দিয়ে যাতায়াত করতে পারছে না। প্রশাসনের নির্দেশে ফ্লাইওভারে ওঠার মুখে লোহার বার লাগানো রয়েছে। যাতে কোনভাবে বড় গাড়ি ফ্লাইওভারে উঠতে না পারে।

এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেন, দীর্ঘদিন কাজ চলার পর গত রবিবার থেকে ফ্লাইওভারের একটা খোলা হয়েছে। তিনি প্রশাসনের কাছে আবেদন জানান ফ্লাইওভারের কাজ শেষ হলে যেন লোহার বার ছুটিখুলে নেওয়া হয়। লোহার বার থাকলে পণ্যবাহী গাড়ি বা যাত্রীবাহী বাস চলাফেরা করতে পারবে না। এর ফলে দাম বাড়বে জিনিসের। তিনি বলেন, প্রশাসন জানিয়েছে আগামী ৪ অক্টোবর থেকে পুরোপুরি খুলে দেওয়া হবে ফ্লাইওভার। তিনি আরো বলেন, ফ্লাইওভারের একদিক খুলে দেওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে শহরের মানুষ।