সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ’রী’রে’র এই অংশ বা’দ দিলে তবেই এই গ্রামে ঢোকার Permission পাওয়া যা’য়, কিন্তু কেন?

কথায় বলে শিব ঠাকুরের আপন দেশে আইনকানুন সর্বনেশে। আমাদের এই পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে কিছু আজব নিয়ম পালন করা হয়। তেমনই এক আজব দেশ রয়েছে আন্টার্টিকায়। এই দেশে বসবাস করতে হলে শরীরের একটা বিশেষ অ’ঙ্গ বা’দ দিতে হয়।

সেই অঙ্গের নাম হলো এপেনডিক্স। অ্যাপেন্ডিক্স কেটে বাদ না দিলে ওই দেশে বসবাস করতে পারবেন না। শুধু তাই নয় নানান রকম আইনি সমস্যার মুখে পড়তে হতে পারে। সেখানকার নাগরিকদের জন্য এমনটাই নিয়ম প্রচলিত রয়েছে। আন্টার্টিকা মহাদেশের এই গ্রামটির নাম ভিরাস লাস এসট্রেলাস।

এই গ্রামের এক হাজার কিলোমিটারের মধ্যে নেই কোন হাসপাতাল এই গ্রামে চারিদিকে শুধু বরফে ঢাকা সেইসঙ্গে রয়েছে বিস্তীর্ণ পাহাড় এবং বিপদজনক চড়াই উতরাই রাস্তা । গ্রামে রয়েছেন কয়েকজন ডাক্তার কিন্তু তারা কেউ অপারেশন করতে পারে না।

আরো খবর: এই রেস্তোরাঁয় বিনা’মূ’ল্যে মিলছে খা’বা’র! এই শ’র্ত মানলেই কোনো টা’কা লা’গ’বে না!

তাই এই গ্রামে ঢোকবার আগে এ’পে’নডি’ক্স অপারেশন করিয়ে তবেই ঢুকতে হয়। আমরা সবাই কমবেশি এই অ্যা’পে’ন্ডি’ক্স সম্পর্কে জানি এটা আসলে শরীরে একটা বিলুপ্ত অঙ্গ। অনেকে বলে থাকেন আদিম মানুষের লেজ ছিল সেই লেজ কালে কালে অবলুপ্ত হয়ে অ্যাপেন্ডিক্স এর পরিণত হয়েছে।

সাধারণত এই সংক্রমণের ফলে মানুষের মৃ’ত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু কেউ যদি এই এপেনডিক্স অপারেশন করান তবে তার আর মৃত্যুর ভয় থাকে না। যদি কেউ সঠিক সময় এই অঙ্গ কেটে বাদ দিয়ে দেন তবে আর কোনো রকম অসুবিধা থাকে না।

যেহেতু এই গ্রামে চিকিৎসা ব্যবস্থার ঘাটতি রয়েছে সেই কারণে আগে থেকেই নারী-পুরুষদের জন্য এই নির্দিষ্ট নিয়ম বলবত করা হয়। তাই সবাইকেই কঠোর নিয়ম অনুশাসনের মধ্যে চলতে হয়।