সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নির্জলা একাদশীতে এই কা’জ গুলো করলে ভা’লো ফল পাবেন!

বর্তমান বছরে ১০ জুন নির্জলা একাদশী পড়েছে। সমস্ত একাদশীর মধ্যে এই নির্জলা একাদশীই সর্বাধিক কঠিন বলে মনে করা হয়। নির্জলা থেকে এদিন বিষ্ণু ও লক্ষ্মীর আরাধনা করা হয়। একাদশী স্বয়ং বিষ্ণুপ্রিয়া।

এই কারণে বিষ্ণুর সান্নিধ্য লাভ করা যায় নির্জলা উপবাস, জপ, তপ, দান, পুণ্য করলে। ব্যক্তি জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করে।

নির্জলা একাদশী তে কি কি কাজ করলে পূর্ণ ফল পাবেন?

আরো পড়ুন: Alto-র থেকে অনেক বে’শি স’স্তা, দুর্দান্ত ডিজাইন নিয়ে দেশে হা’জি’র হ’চ্ছে মাইক্রো ইলেক্ট্রিক গাড়ি EaS-E

আপনি নির্জলা একাদশীর দিনে ভুলেও তরল পদার্থ যুক্ত ফল খাবেন না। আবার এদিন জল পান করাও নিষিদ্ধ। নির্জলা একাদশীতে তৃষ্ণার্তদের জল পান করানোও শুভ।

বাড়ির ছাদ, বারান্দা বা জানালায় পশু-পাখিদের জন্য জল ও অন্ন রাখা উচিত। নির্জলা একাদশীর দিনে ব্রহ্মচর্য পালন করার বিধান রয়েছে।

এই তিথিতে দান করলে, ক্ষুধার্তদের খাবার খাওয়ালে, পশু-পাখিদের অন্ন দিলে অনন্ত ফল লাভ করতে পারেন। কারও জন্য মনে ঘৃণা ও ক্রোধ রাখবেন না। পাশাপাশি মোহ ও লোভ করা থেকে দূরে থাকুন।

এই ব্রত করবেন না স্বাস্থ্য সমস্যা থাকলে। কারণ এই ব্রত অত্যন্ত কঠিন এবং অসুস্থ হয়ে পড়তে পারেন।