সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের রান্নার গ্যাসের দা’ম বা’ড়’লো, দেখে নিন আমাদের রাজ্যে কত দা’ম বা’ড়’লো

করোনা অতিমারিতে চাকরি খুইয়েছেন অনেকে।একদিকে মানুষের আয়ের রাস্তা যেমন কমছে, তেমনই মূল্যবৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত পরিবারের লোকজনেরা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। অন্যদিকে হুহু করে গ্যাসের দাম বেড়েই চলেছে।

সিলিন্ডারে সরকারি ভর্তুকির পরিমাণ একেবারেই নগণ্য। মাসের প্রথম দিনেই আবারও চাপ বাড়ল মধ্যবিত্তের পকেটে।এক ধাক্কায় অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম(LPG Cylinder Price Hike)।

একটি ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের (Domestic LPG Cylinder) দাম বাড়ল ৫০ টাকা, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারেরর দাম বাড়ল ২৪ টাকা করে।

আরো খবর: আজ বুধবার, কোন রাশির কেমন কা’ট’বে দিনটি দেখে নিন, রইলো রাশিফল (01.03.2023)

ফলে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি রান্নার গ্যাস কিনতে গুনতে হবে ১১২৯ টাকা। হোটেল বা রেস্তরাঁয় ব্যবহৃত ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG Cylinder) দাম একধাক্কায় ৩৫২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২২২১.৫০ টাকায়।

কার্যত মাথায় হাত পড়েছে সকলের। সূত্রে খবর,আজ ১ মার্চ থেকেই এই নতুন দাম কার্যকর হবে ।এইভাবে রান্নার গ্যাসের উত্তরোত্তর দাম বৃদ্ধি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে মধ্যবিত্তের জন্য। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে ক্রুড ওয়েলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে এই গ্যাসের দামে।