সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩৬ হাজার নয় চাকরি হারালেন ৩২ হাজার শিক্ষক, নতুন করে রায় দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

গতকাল,শুক্রবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩৬,০০০ অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার রায় দিয়েছে। তবে সকলকে চাকরি থেকে বহিষ্কার করা হবে না। কিছু শর্ত রয়েছে। যেগুলি পূরণ করতে পারলেই তারা আবার চাকরিতে যোগ দিতে পারবে।

২০১৬ সালে টেট পরীক্ষার মাধ্যমে ৪২,৫০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল । নিয়মানুযায়ী, D.El.Ed প্রশিক্ষন প্রাপ্তরা অগ্রাধিকার পায়। এরপর শূন্যপদ গুলিতে অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ করা হয়।

কিন্তু নিয়ম ছিল,চাকরি পাওয়ার ২ বছরের মধ্যে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। এরপর ১৪০ জন অপ্রশিক্ষিত প্রার্থী হাইকোর্টে মামলা করে দাবি করেন তাদের থেকে কম নম্বর পেয়ে অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরি পেয়েছেন।

কিন্তু তাদের নামই নেই লিস্টে। এরকম মোট ১৩৯ জনের নামের তালিকা তৈরি করে আদালতে জমা দেয় মামলাকারীরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, যে ৩৬,০০০ জনের চাকরি বাতিল করা হয়েছে, তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করে থাকেন, তাহলে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন।

কিন্তু তাদের আবার ইন্টারভিউ দিতে হবে। এতে পাশ করতে পারলেই তারা প্রাথমিক শিক্ষক হিসেবে আবার যোগ দিতে পারবেন। এনার আগামী চারমাস পার্শ্বশিক্ষক হিসেবে বেতন পাবেন। আর যারা এখনও প্রশিক্ষণ নেননি, তাঁদের চাকরি থাকবে না।

প্রিন্টিং- এ ভুল হওয়ার কারণে হিসেবে গড়মিল হয়। তাই গতকাল, সোমবার আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বিষয়টি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

এরপর মঙ্গলবার বিচারপতি নিজের রায় সংশোধন করে জানান ৩৬ হাজার নয়, আপাতত প্রায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে ।