সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুয়ারে ব’র্ষা! সময়ের আগেই রাজ্যজুড়ে ভা’রী বৃষ্টিপাত

আবহাওয়া দপ্তর এর তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, এবছর সময়ের আগেই বর্ষা প্রবেশ করতে চলেছে রাজ্যে। যার কারণেই তাঁর সূচনা হয়তো এখন থেকেই শুরু হতে চলেছে।

আজ সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, বেলা বাড়ার সাথে সাথে আর্দ্রতা জনিত অস্বস্তিজনক বৃদ্ধি পাবে তার সাথে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে।

শুধু তাই নয় তার সাথে থাকবে ঝোড়ো হওয়া , যার গতিবেগ ঘন্টায় ৩০-৪০ কিমি। বর্তমানে পার্বত্য এলাকার সাথে সাথে সমতল অঞ্চলগুলোতেও, এক কথায় বলতে গেলে সমস্ত রাজ্যজুড়ে জলীয়বাষ্পের পরিমাণ দারুণভাবে বৃদ্ধি পেয়েছে।

আরো পড়ুন: আগরতলা-কলকাতা হয়ে ঢাকা বাস পরিষেবা শুরু হ’চ্ছে, জেনে নিন টিকিটের দা’ম

তার কারণেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রী থাকার সম্ভাবনা রয়েছে, তার সাথে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রীর ঘরে।

জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি হওয়ায়, রাজ্যজুড়ে আর্দ্রতা জনিত অস্বস্তিও ভ্যাপসা গরম অনুভব হচ্ছে প্রচন্ড। আগামী কয়েক দিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে মেঘ ও রোদের খেলা চলছে প্রতিনিয়ত।

তবে এখানে রোদের পরাজয় হবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। তবে আগামী দিন গুলোতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময় যত এগোবে আকাশ তত কালো অন্ধকারে ছেয়ে যাবে, যার সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে বলতে হবে।