সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চলন্ত ট্রে’ন থেকে লা’ফ দিয়ে নিজের ছি’ন’তা’ই হওয়া মঙ্গলসূত্র চো’রকে ধরলেন মহিলা

তিনি কোন পুলিশ নন বরং একজন সাধারন মহিলা। আর তিনি এমন এক অসাধ্য সাধন করেছেন যার জন্য সংবাদমাধ্যমের পাতায় জায়গা করে নিয়েছেন। ট্রেনে এক ছিনতাই বাজকে ধরে রেকর্ড গড়েছেন শান্তিনগরের বাসিন্দা সুমনা।

ঝাড়খণ্ডের মধুপুরে নিজের বোনের বাড়িতে গিয়েছিলেন সুমনা সেই সময় ট্রেনে করে ফিরছিলেন। এমন সময় হঠাৎ তার ব্যাগ কেড়ে নেয় এক চোর।। অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে তার পিছনে দৌড়ে যান সুমনা। ওই ব্যাগে ছিল তার মঙ্গলসূত্র।

এদিকে ওই চোর ট্রেন থেকে ঝাঁপ দেন। সুমনা দেবী ওই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। এভাবেই বাকি যাত্রীদের সাহায্য নিয়ে তিনি ওই চোরকে হাতেনাতে ধরতে পারেন এরপর তাকে আরপিএফ এর হাতে তুলে দেন। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে বৈদ্যনাথ ধাম আসানসোল প্যাসেঞ্জার ট্রেনে।

জানা গেছে কাশি তাণ্ড থেকে ওই ট্রেন চালু হতেই এক যুবক সুমনার ব্যাগ ছিনিয়ে নিয়ে ঝাঁপ দেয় ট্রেন থেকে। সঙ্গে সঙ্গে সুমনা চিৎকার করা শুরু করে। এরপর তিনি নিজেও ওই ট্রেন থেকে ঝাপ দেন।

আরো খবর: FD-তে বিরাট সুদের অ’ফা’র করছে এই সরকারি ব্যাংক! জানুন বি’শ’দে

চিৎকার চেঁচামেচি শুনে ওই স্টেশনের চার পাশে থাকা লোকজন চোরকে ধরে ফেলেন। ওই ব্যাগে ছিল নগদ ৭০০০ টাকা এবং একটি মঙ্গলসূত্র এরপর খবর দেওয়া হয় রেলওয়ে পুলিশ ফোর্সে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা। চোর জানান তিনি একা নন এই কাজে তার সঙ্গে লিপ্ত ছিল আরো দুইজন সহযোগী।

ওই চোরের নাম মঙ্গলকোল। সে দেওঘর জেলার বাসিন্দা।এদিকে ওই মহিলার আবেদনের ভিত্তিতে মধুপুর জিআরপি একটি অভিযোগ দায়ের করে চোরকে জেল হাজতেই পাঠানো হয়েছে।

বাকি ২ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এদিকে ওই মহিলার এমন দুঃসাহসিক কান্ড দেখে তাকে স্যালুট জানাচ্ছেন পুলিশ কর্মীরা