সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগরতলা-কলকাতা হয়ে ঢাকা বাস পরিষেবা শুরু হ’চ্ছে, জেনে নিন টিকিটের দা’ম

টানা ২ বছর করোনার কারণে বন্ধ ছিল বাংলাদেশ ও ভারতের মৈত্রী বাস পরিষেবা। তবে সম্প্রতি কোভিডের প্রকোপ নিম্নগামী হতেই ফের এই বাস পরিষেবা চালুর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ত্রিপুরা সরকারের এক আধিকারিক জানিয়েছেন, কোভিড অতিমারির কারণে টানা ২ বছর স্থগিত রাখার পর ফের চালু হচ্ছে ঢাকা-আগরতলা-কলকাতা পরিষেবা।

আগামী ১০ জুন থেকে এই পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। এই গুরুত্বপূর্ণ বাস পরিষেবাটি প্রাথমিকভাবে ২৪ এপ্রিল থেকে ফের চালু করার পরিকল্পনা করা হয়েছিল।

আরো পড়ুন: সান্দাকফুতে ঘুরতে এ’সে জঙ্গলে হা’রি’য়ে গেলেন ২ পর্যটক, উ’দ্বে’গ পরিবারে

কিন্তু কিছু প্রযুক্তগত সমস্যার কারণে তা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছি। এই আন্তর্দাতিক বাস পরিষেবা পুনরা চালু করার প্রস্তাব জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিবেশী দেশে ভারতীয় হাইকমিশনকে চিঠি লিখেছেন রাষ্ট্রীয় পরিবহন বিভাগের প্রধান সচিব এলএইচ ডার্লং।

পরিবহন দফতরের এক আধিকারিকের কথায়, আগামী ১ জুন থেকে কৃষ্ণনগরের ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের কাউন্টারে বাস পরিষেবার টিকিট পাওয়া যাবে। আন্তর্জাতিক বাস পরিষেবা পেতে হলে যাত্রীর সঙ্গে একটি বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা আবশ্যিক।

অন্যদিকে, সীমান্তে বাস পরিষেবা চালু করার জন্য নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিবের কাছে একটি পৃথক চিঠি লেখেন রাজ্যের অতিরিক্ত সচিব এস চৌধুরীও।