সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়ির জায়গায় হবে এক্সপ্রেসওয়ে, দেড় কোটির বা’ড়ি সরিয়ে নিলেন পাঞ্জাবের কৃষক

মানুষ যখন তার স্বপ্নের বাড়ি তৈরি করে তখন কিন্তু সমস্তদিক বিচার করেই সেটার নির্মাণ কার্য শুরু করে। কিন্তু সেই সাধের বাড়ি যদি পরবর্তীতে যদি সরানোর প্রশ্ন ওঠে তাহলে কি সেটা সম্ভব? মোটেই না। কিন্তু এই অসাধ্য সাধন করে দেখিয়েছে পাঞ্জাবের এক কৃষক। পাঞ্জাবের সাংরুরের এক কৃষক কার্যত এই কঠিন কাজে সফল হয়েছেন। নবনির্মিত এই বাড়িটিকে ৫০০ ফুট দূরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

এত বড় দুই তালা একটা বাড়িকে কি সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব? এই প্রশ্ন উঠেছে সবার মনেই কিন্তু আজকাল যে সবকিছুই সম্ভব। বাড়ির উপর দিয়ে যাবে এক্সপ্রেস ওয়ে তাই পাঞ্জাবের এই কৃষক বাড়ির স্থান বদল করার সিদ্ধান্ত নিয়েছে।দিল্লি-জম্মু-কাটরা এক্সপ্রেসওয়ের মাঝে তাঁর বাড়িটি পড়ে যাওয়ায় সুখবিন্দর সিং নামের এই কৃষক বাড়িটিকে ৫০০ ফুট দূরে সড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

বাড়িটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে খরচ হবে, তার থেকে অধিক খরচ হবে বাড়িটি নতুন করে নির্মাণ করতে। তাই তিনি বাড়ি সরানোর সিদ্ধান্তই নিয়েছেন, ইতিমধ্যেই দুই তলা বিশাল বাড়িটিকে সরানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে এক্সপ্রেস’ওয়ে হচ্ছে সেই হিসেব অনুযায়ী দিল্লি এবং জম্মুর মধ্যে এমন একটি এক্সপ্রেসওয়ে তৈরি করা হচ্ছে যা হরিয়াণা এবং পাঞ্জাব হয়ে জম্মুর কাটরা পর্যন্ত যাবে।

আরো পড়ুন: অতিরিক্ত হিং’স্র স্বভাব ও মানুষ হ’ত্যা’র কারণে বাঘকে যাবজ্জীবন “খাঁচা দ’ণ্ড” জাতীয় উদ্যান কর্তৃপক্ষের

আর সেই মাঝেই পরে গেছে কৃষকটির বাড়ি। মোট আড়াই একর জমির ওপরে তৈরী হয়েছে বাড়ি এই বাড়ির প্রতি আমার ভালোবাসা রয়েছে। বহু সখের বাড়ি তাই তিনি বাড়িটিকে ভেঙে নষ্ট করতে চান না । ২ বছর লেগেছে বাড়িটি তৈরী করতে। প্রায় ১.৫ কোটি টাকা খরচ পর্যন্ত হয়েছে।


এবার এই বাড়িটি সড়াতে ৪০ লক্ষ টাকা খরচ হবে, তবে অনেকেই বলেছে এই টাকায় নতুন বাড়ি হয়ে যাবে। কিন্তু এটা তিনি করেননি। ইফতারের বাড়িতে ঢুকে প্রচুর কাঠ ব্যবহার করা হয়েছে। যার দাম কয়েক লাখ টাকা,সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে যদি বাড়িটি ভেঙে ফেলা হয়। তাই সম্পূর্ণ বাড়িটিকেই এক জায়গা থেকে এক জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।