সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জেনে রাখুন ত’বে, পয়লা এপ্রিল থেকে প্রচুর জীবনদায়ী ওষুধের দা’ম বা’ড়’ছে

আগামী দিনে আরো একবার আমজনতার দুশ্চিন্তা বাড়িয়ে নতুন অর্থবর্ষে বাড়তে চলেছি ওষুধের দাম। পহেলা এপ্রিল থেকে ব্যাথা নাশক, অ্যান্টি ইনফেক্টিভ, হৃদরোগের ওষুধ এবং অ্যান্টিবায়োটিক সহ আরো ৮০০ রকম ওষুধের দাম বাড়তে চলেছে বলে জানা গেছে। ১২ শতাংশ হারে বৃদ্ধি পেতে চলেছে এই যাবতীয় ওষুধের দাম। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এ কথা জানানো হয়েছে।

গত বছর ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ১০.৭ হারে ওষুধের মূল্য বৃদ্ধিতে অনুমতি দিয়েছিল। চলতি বছরেও ভারত সরকার ওষুধ কোম্পানিগুলিকে বার্ষিক পাইকারি মূল্য সূচক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বৃদ্ধির অনুমতি দিতে প্রস্তুত বলে জানা গেছে।

ড্রাগস প্রাইস কন্ট্রোল ২০০৩ নিয়ম অনুসারে প্রতিবছর ওষুধের পাইকারি মূল্যের পরিবর্তন হতে থাকে। কেন্দ্রের অনুমতির পর ওষুধ কোম্পানিগুলি তাদের সমস্ত ওষুধের দাম বাড়িয়ে দেয়। চলতি বছরে ৩৮৪ টি মলিকুলের দাম, যা প্রায় ২৭ টি থেরাপীর ৯০০ ফর্মুলেশন এর সঙ্গে মিলে যায় তার দাম ১২ শতাংশের বেশি বেড়ে যাবে।

আরো খবর: রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পের কাজ “স্বচ্ছতা”-র স’ঙ্গে করতে হবে, বললেন মুখ্যমন্ত্রী

অন্য নন সিডিউল ড্রাগ, যা দামে নিয়ন্ত্রণের বাইরে তাদের দাম বাড়ারহাট প্রতিবছরে দশ শতাংশে নির্ধারিত হয়। ডব্লিউ পি আই এর সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২১ সালে এই বৃদ্ধির হারছিল ১০% এর বেশি। সাধারণত এই দাম বৃদ্ধির হার খুব কম হয়ে থাকে।

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য এবং কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা পরিদর্শনের ফলে জল ওষুধ তৈরির জন্য আঠারোটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার লাইসেন্স বাতিল করে দিয়েছে।