সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’র বাড়বাড়ন্তের পি’ছ’নে দা’য়ী বিজ্ঞান, শী’ঘ্র’ই স্কুল-কলেজ খোলার দা’বি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের

করোনার দ্বিতীয় তরঙ্গের দাপট থেকে এখনও মুক্তি পায়নি ভারত । প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন প্রায় ৪০ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যাও ৫০০ পার হচ্ছে রোজ । আর এরই মধ্যে করোনার তৃতীয় ঢেউও উঁকি মারতে শুরু করেছে। পাশাপাশি করোনার ডেলটা ভ্যারিয়েন্টের আশঙ্কাও ক্রমেই বাড়ছে। কেন করোনা থেকে আজও মুক্তি পাচ্ছে না ভারত? মানুষের অবহেলাই কি আসল কারণ? নাকি সরকারের ব্যর্থতা? এই নিয়ে যখন বারবার উঠছে প্রশ্ন, ঠিক এই মুহুর্তে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বিজ্ঞানকেই এর জন্য দায়ী করছেন।

সোনারপুর ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেন্টিভ সায়েন্সের দৈনিক ডিজিটাল বিজ্ঞানের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার উপস্থিত ছিলেন নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি অনুষ্ঠানের মঞ্চে বলেন, বিজ্ঞানের মতেই কেন্দ্র প্রথম লকডাউন ডাকা হয়েছিল। এরপর বিজ্ঞানের মতেই ধীরে ধীরে লকডাউন তোলা হয়। বিধিনিষেধ একটু আলগা হতেই ফের করোনার প্রকোপ বাড়তে শুরু করে। এই কারণেই তিনি বিজ্ঞানকেই দায়ী করেছেন মানুষকে এভাবে ধন্দে ফেলার জন্য ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে করোনা রুখতে WHO অনুমোদিত আরও কিছু ভ্যাকসিন ভারতে আনার প্রয়োজন আছে। তাঁর মতে বেশি ভ্যাকসিন এলে টিকাকরণের গতিও বাড়বে। করোনার কারণে এক বছরের উপরে স্কুল-কলেজ বন্ধ। আর এতেই আপত্তি নোবেলজয়ী অভিজিৎবাবুর। ওনার মতে স্কুল-কলেজ আর বন্ধ না রেখে যত তাড়াতাড়ি সম্ভব স্কুল-কলেজ খুলে পঠনপাঠন শুরু করা হোক।