Home আবহাওয়া দক্ষিণবঙ্গ জু’ড়ে কালবৈশাখী, উত্তরবঙ্গ নিয়ে কি বললো হাওয়া অফিস?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দক্ষিণবঙ্গ জু’ড়ে কালবৈশাখী, উত্তরবঙ্গ নিয়ে কি বললো হাওয়া অফিস?

আজ দক্ষিণবঙ্গে বিকেল থেকে কাল বৈশাখের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শনিবার সকাল থেকেই কলকাতায় দমকা হাওয়ায় কিছুটা হলেও স্বস্তি পাওয়া গিয়েছিল, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

তবে বিকেল হতেই মেঘাচ্ছন্ন আকাশ গরম ও আদ্রতা জনিত অস্বস্তি দুটোই বৃদ্ধি করবে। আগামী দিনে যে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে সেই খবরও জানা গেছে, তবে আজ শনিবার বিকেলে কলকাতার আকাশে কাল বৈশাখের সম্ভাবনা রয়েছে।

আজ সকাল থেকেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির ঘরে যেটা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী বেশী। এদিকে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রীর ঘরে।

আরো পড়ুন: ব্যান্ডেল স্টেশন বন্ধ থা’ক’বে দুদিন, জেনে নিন কোন পথে চ’ল’বে ট্রেন

এদিকে দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তর বঙ্গেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে। বিশেষ করে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং সমস্ত জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও ঝোড়ো হওয়ার সাথে সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের সকাল থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে, যার কারণেই বিকেল হওয়ার সাথে সাথে ভ্যাপসা গরম আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধি পেয়েছে। এটাই যে আসলে কালবৈশাখীর একটি অনুকূল আবহাওয়া সেটা স্পষ্ট করেছে আবহাওয়া দপ্তর।

বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে কিছুটা বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, তবে কলকাতার বুকে ঝোড়ো হাওয়ার সাথে সাথে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।