সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যান্ডেল স্টেশন বন্ধ থা’ক’বে দুদিন, জেনে নিন কোন পথে চ’ল’বে ট্রেন

আগামী ২৭ মে শুক্রবার বিকাল তিনটে থেকে ৩০ মে সোমবার বিকেল তিনটে- অর্থাত্‍ ৭২ ঘণ্টা ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম এবং মগরা স্টেশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল-শক্তিগড় শাখায় তিন নম্বর লাইন চালু হবে। চলবে ইন্টারলকিংয়ের কাজ। এর মধ্যে দু’দিন ব্যান্ডেল স্টেশন সম্পূর্ণ বন্ধ থাকবে।

পূর্ব রেল শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানায়। গত ১৩ মে থেকে এই কাজের জন্য দুপুরে চার ঘণ্টা ট্রেন নিয়ন্ত্রণে রাখা হচ্ছিল। সেই যন্ত্রনা আরও বাড়তে চলেছে। ব্যান্ডেল, বর্ধমান এবং কাটোয়ার জন্য শেষ ইএমইউ লোকালগুলি হাওড়া থেকে যথাক্রমে দুপুর ১:৩৩, দুপুর ১২:৩০ এবং বেলা ১২:১০ মিনিটে ছাড়বে।

হাওড়ার জন্য শেষ ইএমইউ লোকাল বর্ধমান, কাটোয়া এবং ব্যান্ডেল থেকে যথাক্রমে দুপুর ১২টা ৫৫, সকাল ১০টা ২০ এবং দুপুর ২টো ১২ মিনিটে ছাড়বে। কাটোয়া ও নৈহাটি থেকে ব্যান্ডেলের জন্য শেষ ইএমইউ লোকাল সকাল ১১টা ১০ এবং দুপুর ১টা ৩০ মিনিটে ছাড়বে।

আরো পড়ুন: বিশ্বে পুরুষদের মধ্যে সবচেয়ে বয়স্ক হলেন এই ব্যক্তি, তিনি ব’হু ইতিহাসের সা’ক্ষী

কাটোয়া ও নৈহাটির জন্য ব্যান্ডেল থেকে যথাক্রমে দুপুর ১২টা ৩৫ এবং ১২টা ৫২ মিনিটে ছাড়বে। এছাড়াও হাওড়া ও মেমারির মধ্যে দু’জোড়া ইএমইউ লোকাল, শিয়ালদহ ও বর্ধমান এবং শিয়ালদহ ও কাটোয়ার মধ্যে এক জোড়া ইএমইউ লোকাল বাতিল থাকবে।

শিয়ালদহ এবং জঙ্গিপুরের মধ্যে এক জোড়া মেমু বাতিল থাকবে। ২৮ ও ২৯ মে, ২০২২, শনি ও রবিবার। এই দু’দিন ব্যান্ডেলে সমস্ত ইএমইউ, মেমু এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে। ব্যান্ডেল, বর্ধমান ও কাটোয়ার জন্য প্রথম ইএমইউ লোকাল হাওড়া থেকে যথাক্রমে দুপুর ২টা ৪০, ২টো ২০ এবং ২টা ৩০ মিনিটে ছাড়বে।

হাওড়ার জন্য প্রথম ইএমইউ লোকাল বর্ধমান, কাটোয়া এবং ব্যান্ডেল থেকে যথাক্রমে দুপুর ২টা ৪০, ২টা ৪৫ এবং ৩টে ১০ মিনিটে ছাড়বে। কাটোয়া ও নৈহাটি থেকে ব্যান্ডেলের জন্য প্রথম লোকাল যথাক্রমে দুপুর ১টা ১৫ এবং বিকেল ৪টে ৮ মিনিটে ছাড়বে। কাটোয়া এবং নৈহাটির জন্য প্রথম ইএমইউ লোকাল যথাক্রমে বিকেল ৪টে ৩০ এবং ৩টে ৪১ মিনিটে ছাড়বে।