সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বে পুরুষদের মধ্যে সবচেয়ে বয়স্ক হলেন এই ব্যক্তি, তিনি ব’হু ইতিহাসের সা’ক্ষী

পৃথিবীতে সবকিছু নিয়েই নতুন নতুন রেকর্ড তৈরি হতে পারে। আবার বেশ কিছু প্রতিষ্ঠান প্রমাণের ভিত্তিতে এই সব রেকর্ডগুলোকে সর্বসমক্ষে স্বীকৃতি দেয়। অন্যান্য বিষয়ের মতো বয়স নিয়েও যে রেকর্ড হতে পারে সেরকম একটি স্থান তাদের তালিকায় রয়েছে।

ঠিক তেমনই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হল বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী-পুরুষের স্বীকৃতি। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভেনেজুয়েলার জুয়ান ভিসেন্টে পেরেজ। ৪ ফেব্রুয়ারি ২০২২-এ তাঁর বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন।

আজ তাঁর বয়স ১১২ বছর ১১ মাস ২৩ দিন। আগামী ২৭ মে তিনি ১১৩ তম বছরে পদার্পণ করবেন বলে খবর। তিনিই বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখালেন। যদিও এরই মধ্যেই সেই স্বীকৃতি পেয়েছেন তিনি।

আরো পড়ুন: শনি জয়ন্তীতে কা’লো সুতো বাঁধুন পা’য়ে! ৩ টি গ্রহ খুশি হ’বে

জুয়ান ভিসেন্টের আগে মিস্টার স্যাটার্নিনো দে লা ফুয়েন্তে গার্সিয়া ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। ২০২২ সালের ১৮ জানুয়ারী তিনি ১১২ বছর ৩৪১ দিন বয়সে মারা যান। এরপর জুয়ান ভিসেন্টে সেই পদ পেলেন।

জুয়ান ভিসেন্টে পেরেজ ১৯০৯ সালের ২৭ মে ভেনিজুয়েলার তাচিরার এল কোব্রেতে জন্মগ্রহণ করেন। জুয়ান ছিলেন ইউটিকিও দেল রোজারিও পেরেজ মোরা এবং এডেলমিরা মোরার দশ সন্তানের মধ্যে নবম সন্তান।

তাঁর পরিবার ১৯১৪ সালে সান জোসে দে বলিভারের একটি গ্রাম লস পাজুইলেসে চলে আসে। ৫ বছর বয়স থেকে তিনি তার বাবা ও ভাইদের সঙ্গে কৃষিকাজ শুরু করেন।

তার পরিবার আখ ও কফি চাষ করতেন। ১৯৪৮ সালে তিনি ক্যারিকুয়েনায় একজন শেরিফ হিসেবে নিযুক্ত পান। পরবর্তীতে তিনি তার কৃষক জীবনে থাকাকালীন দশ বছর ধরে চলে আসা জমি ও পারিবারিক বিরোধ সমাধান করতে সক্ষম হন।

আরো পড়ুন: কবে প্রকাশিত হ’বে মাধ্যমিকের ফলাফল? সময় ব’লে দি’লো মধ্যশিক্ষা পর্ষদ

এডিওফিনা ডেল রোজারিও গার্সিয়াকে বিয়ে করেছিলেন। ৬০ বছর তারা একসঙ্গে সংসার করেছেন। তাঁদের ছয় পুত্র ও পাঁচ কন্যা সন্তান রয়েছে। ৪১ জন নাতি-নাতনিও আছে তাদের। ১৯৯৭ সালে রোজারিও মারা যান।

জুয়ান ভিসেন্টে টেলিভিশন এবং ইন্টারনেটের মতো অনেক অসাধারণ আবিষ্কারের সাক্ষী। ৫১ বছর বয়সে তিনি প্রথম আইডি কার্ড বানান। আইডি কার্ডে ব্যবহারের জন্য প্রথম তিনি সাদা কালো ছবি তুলেছিলেন। বর্তমানে জুয়ান শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ। মাত্র ৭ দিন পর পালিত হতে চলেছে জুয়ান ভিসেন্টে পেরেজের ১১৩তম জন্মদিন।