সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“উৎসশ্রী” পো’র্টা’লে’র উ’দ্বো’ধ’ন করলেন শিক্ষামন্ত্রী, শিক্ষকরা অনলাইনেই আবেদন করতে পারবেন ব’দ’লি’র

শিক্ষক-শিক্ষিকাদের বদলি সংক্রান্ত সমস্যা নিয়ে হয়রানির দিন এ বারে শেষ হতে চলেছে। বাড়ির কাছে বদলি পেতে শীঘ্রই শুরু হতে চলেছে এক প্রকল্প – ‘উৎসশ্রী প্রকল্প’ (UtsaShree Scheme)। মাত্র একটি ক্লিকেই ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকারা উপরিউক্ত প্রকল্পের মাধ্যমেই বদলির আবেদন জানাতে পারবেন। ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার সেই পোর্টালের উদ্বোধন করলেন। কীভাবে বদলির সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে করতে হবে সেই সম্পর্কেও ধারণা দিলেন।

স্কুল কর্তৃপক্ষ নয়, শিক্ষকদের বদলির ক্ষমতা পর্ষদের মাধ্যমে এবার নিজের হাতে তুলে নিচ্ছে রাজ্য সরকার। এ জন্য মার্চ মাসে বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগে সংশ্লিষ্ট দু’টি আইন সংশোধন করেছে স্কুল শিক্ষা দফতর। ফলে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পাওয়া শিক্ষকদের সরকার রাজ্যের যে কোনো প্রান্তে বদলি অর্থাৎ যে কোনও স্কুলে বদলির জন্য আবেদন করার নির্দেশ দিয়েছে। প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক-সমস্ত স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীরাও এই পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

কী রয়েছে এই প্রকল্পে? -প্রশ্নের দাবিতে এ দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য ‘উৎসশ্রী’ নামে একটি Portal চালু করছে । যেসমস্ত শিক্ষকরা বাড়ির কাছে বদলি চান তাঁরা এই পোর্টালে আবেদন করতে পারবেন। এ বার থেকে অনলাইনে (Online Portal) বদলির আবেদন করা যাবে। ২ আগস্ট থেকে চালু হবে এই উৎসশ্রী পোর্টাল (Utshashree portal), https://banglarshiksha.gov.in/utsashree/।এই পোর্টালের মাধ্যমে শিক্ষিক, শিক্ষিকাদের পাশাপাশি বদলির জন্য আবেদন জানাতে পারবেন শিক্ষাকর্মীরাও।

প্রক্রিয়ার নিয়ম- প্রথমে নির্দিষ্ট পোর্টালে গিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে। বিভিন্ন ধরনের বদলির জন্য আলাদা-আলাদা ভাগ রাখা হয়েছে এই পোর্টালে। প্রয়োজন অনুসারে সেখানেই করতে হবে বদলির ফর্ম ফিলআপ। বদলির প্রক্রিয়া কত দূর এগোল, কোথায় আটকে থাকছে ফাইল সেই সমস্ত তথ্যেরও খবর দেবে এই পোর্টাল।

বদলির আবেদন জানানোর সময় কোনওরকম সমস্যা হলে সঙ্গে সঙ্গে টোল ফ্রি নম্বরে বিষয়টি জানালে চটজলটি সমাধানও মিলবে- সরকারের তরফ থেকে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। টোল ফ্রি নম্বরটি হল-18001023154। পাশাপাশি হোয়াটস অ্যাপের মাধ্যমেও জানানো যাবে সমস্যার কথা। নম্বর দুটি হল-8902602519 এবং 6292263300। এছাড়া অভিযোগ জানানোর জন্য একটি ইমেলেরও উল্লেখ রয়েছে। মেল অ্যাড্রেসটি হল onlineteachertransfer.com।

তবে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য , “বহু শিক্ষক শিক্ষিকা নিজের বাড়ির কাছে, জেলায় বদলি হতে চাইলেও একটা স্কুলে সকলে যদি এক জেলায় বদলি হতে চান, তা তো সম্ভব হবে না। তবে অ্যাডজাস্ট করে এই বদলি করা হবে। শিক্ষক-শিক্ষিকাদের আবেদন খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে শিক্ষা দফতর।”