Home টেক নিউজ Alto-র থেকে অনেক বে’শি স’স্তা, দুর্দান্ত ডিজাইন নিয়ে দেশে হা’জি’র হ’চ্ছে মাইক্রো...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Alto-র থেকে অনেক বে’শি স’স্তা, দুর্দান্ত ডিজাইন নিয়ে দেশে হা’জি’র হ’চ্ছে মাইক্রো ইলেক্ট্রিক গাড়ি EaS-E

ইলেকট্রিক গাড়ির দাম বেশি হওয়ার ফলে অনেকেই সেটি কিনতে পারেন না। এবার মধ্যবিত্তদের সুখবর দিল পিএমভি ইলেকট্রিক (PMV Electric)।

এবার পিএমভি ইলেকট্রিক মধ্যবিত্তের ইলেকট্রিক গাড়ি চড়ার স্বপ্ন পূরণ করতে চলেছে। সম্প্রতি পিএমভি ইলেকট্রনিক্স কোম্পানির চার চাকা ইলেকট্রিক গাড়ি EaS-E ঘোষণা করেছে।

এই গাড়ি একাধিক কনফিগারেশনে বাজারে এসেছে। বেস, মিউ, লং-রেঞ্জ ভেরিয়েন্টে কেনা যাবে এই ইলেকট্রিক কোয়াড্রিসাইকেল। 4 লাখ টাকা থেকে এই গাড়ির এক্স শো-রুম দাম শুরু হচ্ছে।

আরো পড়ুন: এবার প্রাণীদের জন্য ক’রো’না’র টি’কা, কোন কোন প্রাণীরা পা’বে ভ্যাকসিন জানুন

টপ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 6 লাখ টাকা। এই গাড়িতে চড়তে দুই জন পারবেন। থাকছে একগুচ্ছ দুর্দান্ত ফিচার। থাকছে রিমোট পার্কিং অ্যাসিস্ট, রিমোট কানেক্টিভিটি, ডায়াগনস্টিক ও ক্রুজ কন্ট্রোলের মতো প্রিমিয়াম ফিচার।

যে কোন ধরনের রাস্তায় খুব সহজে এই গাড়ি চালানো যাবে। এই গাড়ির ইলেকট্রিক মোটর সামনের চাকায় শক্তি জোগাবে।পিএমভি ইলেকট্রিক কোম্পানির দাবি, এই ইলেকট্রিক গাড়ি এক চার্জে টানা 4 ঘণ্টা চলবে।

এই গাড়ির সর্বোচ্চ গতি 70 kmph। তিনটি ভেরিয়েন্টে পৃথক রেঞ্জ মিলবে। বেস ভেরিয়েন্টে থাকছে 120 km রেঞ্জ।মিড ও লং রেঞ্জে যথাক্রমে 160 km ও 200 km রেঞ্জ পাওয়া যাবে। গাড়ির কেবিনে থাকছে এয়ার কন্ডিশনিংয়ের সুবিধা। LED হেডল্যাম্প এই ইলেকট্রিক গাড়িতে দেখা যাবে ।