সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’ভি’ড হু হু করে বাড়ছে কিমের দেশে! ৫ দিনের লকডাউন জা’রি!

গত দু বছর ধরে সারা বিশ্ব কোভিড নামক ভাইরাসের দৌরাত্ম্য দেখেছে। কিভাবে একের পর এক মানুষের প্রাণ নিয়েছে কোভিড আমরা সকলেই দেখেছি। তারপর একটা বড়ো সময় জুড়ে এই ভাইরাসের সাথে যুদ্ধ করার পর কভিডের ভ্যাকসিন আমাদের অনেকটাই রেহাই দিয়েছে। প্রায় সমগ্র বিশ্বের লোকই বর্তমানে সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে শুরু করেছে।

কিন্তু সম্প্রতি আবারও কভিডের প্রকোপ বাড়তে শুরু করেছে কিমের দেশে। শুরু হয়েছে সতর্কতা। জানা যাচ্ছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে জারি হয়েছে পাঁচ দিনের লকডাউন। কিম জং উনের দেশের এই শহরের স্থানীয় প্রশাসন এ সংক্রান্ত একটি নোটিস জারি করেছে বলে জানা গিয়েছে।

আর এটি দক্ষিণ কোরিয়ার এক সংবাদমাধ্যমে এই নোটিস উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তা থেকেই উত্তর কোরিয়ার রাজধানীতে লকডাউন জারির কথা প্রকাশ্যে এসেছে। দক্ষিণ কোরিয়ার এনকে নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পিয়ংইয়ংবাসীকে আগামী রবিবার অব্দি বাড়িতে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

আরো খবর: সরস্বতী পুজোর দিন এই কাজগু’লো একদম করবেন না, পড়ুয়ারা জে’নে রাখুন

বাড়িতে থাকলেও প্রতিদিন নিজের তাপমাত্রা মাপতে পরামর্শ দেওয়া হয়েছে। সেই রিপোর্ট আবার অবশ্যই জমা দিতে হবে বলে জানা গিয়েছে। কোভিডের বাড়বাড়ন্তের জেরেই কিমের দেশে এই লকডাউন কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি। কারণ উত্তর কোরিয়ার প্রশাসনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে কোভিড-১৯ এর কোনও উল্লেখ নেই।

‘রেসপিরেটসি ইলেনেস’ এর প্রকোপ রুখতে এই লকডাউন বলে জানা গিয়েছে। শ্বাসনালীর সংক্রমণ কী থেকে সে ব্যাপারে জানা যায়নি। যেমন জানা যায়নি, সে দেশের অন্য কোনও এলাকায় লকডাউন জারি হয়েছে কি না। তবে যে কারণেই হোক সেখানে ৫ দিনের লকডাউন বর্তমানে চলছে বলেই জানা গেছে।