সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভ’য়া’ব’হ আ’র্থি’ক সং’ক’ট, খেতে পারছেন না মানুষরা, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাড়ির বাইরে বি’ক্ষো’ভ

শ্রীলঙ্কা স্বাধীনতার পর এত ভয়াবহ আর্থিক সঙ্কটে কখনও পড়েনি৷ জরুরি খাদ্য সামগ্রী, তেল, গ্যাসের জন্য হাহাকার তৈরি হয়েছে গোটা দেশে৷ গত কয়েক সপ্তাহ ধরে ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি৷

আর্থিক সঙ্কট এমন পর্যাযে পৌঁছেছে যে জ্বালানির আমদানিও করতে পারছে না শ্রীলঙ্কার সরকার৷ যার জেরে দেশ জুড়ে একটানা ১৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না৷

সাধারণ মানুষ বৃহস্পতিবার রাতে গোটাবায়া রাজাপক্ষের বাসভবনের বাইরে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন৷ ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা, জ্বলে আগুন।

আরো পড়ুন: সইফকে বলেছি আর বাবা হওয়া যা’বে না: করিনা

কোনওক্রমে বিক্ষোভকারীদের ঠেকিয়ে রাখে পুলিশ ও নিরাপত্তা বাহিনী৷ কলম্বোর বিভিন্ন জায়গায় কার্ফু জারি করা হয়৷ এ দিন ভোরের দিকে কার্ফু প্রত্যাহার করা হয়৷

পুলিশ জানিয়েছে, মোট পয়তাল্লিশ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে৷ বিক্ষোভ ঠেকাতে গিয়ে আহত হয়েছেন পাঁচ জন পুলিশকর্মী৷ বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা৷