সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পৃথিবীর বু’কে বি’রা’ট গ’র্ত! গিলে খা’চ্ছে চারপাশের সবকিছু

আচমকাই রাশিয়ার উত্তর সাইবেরিয়ায় গজিয়ে উঠেছিল বিশালাকার একটি বহু গর্ত। প্রথম হেলিকপ্টার থেকে নজরে পড়ে এই গর্তগুলো ২০১৪ সালে।রহস্যজনক এই গর্তগুলো নিয়ে গবেষণা করার জন্য তারপর থেকেই বারেবারে সেখানে ছুটে গিয়েছেন গবেষকরা।

কিন্তু গবেষকরা তার রহস্যের নিশ্চিত সমাধান এখনও কেউ দিতে পারেননি। রাশিয়ার সাইবেরিয়ায় একটি বিশাল গর্ত বিজ্ঞানীদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে ।

যাকে বিজ্ঞানীরা মাউথ টু হেল বলেও অভিহিত করেছেন। বিশালাকার এই গর্ত নিয়ে সেখানকার বাসিন্দাদের মনে এক চাপা আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন: রতন টাটার পাশে বসেই ভাগ্যের চা’কা ঘু’রে গিয়েছে, আ’বে’গঘন বা’র্তা দিলেন শিল্পপতি

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, গর্তটি ক্রমেই বড় হয়ে উঠছে। গর্তটি চারপাশের সবকিছুকেই গিলে খাচ্ছে। স্থানীয়রা এর নাম দিয়েছেন ‘ডোরওয়ে টু আন্ডারওয়ার্ল্ড’। ক্রমশ;ই এই বিরাট গর্তকে নিয়ে শুরু হয়েছে চর্চা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, অনেকটাই ১৯৮০ সালের তুলনায় এই গর্তের আকার বেড়েছে । দৈর্ঘ্য ১ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে এবং গভীরতা বেড়ে হয়েছে ৮৬ মিটার। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, গর্তের উপরিভাগে যে মাটির স্তর রয়েছে তা প্রায় ৬ লক্ষ বছরের পুরনো।