সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Tata Avinya-র দু’র্দা’ন্ত লু’ক এতদিনে সামনে এ’লো, ৫০০ কিমি দৌড়াবে মা’ত্র ৩০ মিনিটের চা’র্জে

দেশের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা টাটা মোটরস ২০২৬ সালের মধ্যে ১০ টি নতুন বৈদ্যুতিক গাড়ি বাজারে নিয়ে আসার কথা আগেই ঘোষণা করেছিল।

সেই অনুযায়ী, টাটা মোটরসের অধীনস্থ সংস্থা টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি বা TPEML, Tata Avinya নামে একটি বৈদ্যুতিক গাড়ির মডেল এবার সকলের সামনে উপস্থাপিত করেছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এখন যখন পেট্রোল-ডিজেলের ওপর নির্ভরশীল গাড়িগুলিকে চালাতে গিয়ে রীতিমত কালঘাম ছুটছে সাধারণ মানুষের, ঠিক সেখানেই এই গাড়ি মাত্র আধঘন্টার চার্জে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে অত্যন্ত সহজেই।

আরো পড়ুন: EMI-তে বাইক কিনবেন? কো’ন ব্যাংক সবথেকে ক’ম সুদ নে’বে দেখে নিন

এদিকে, Tata Avinya বৈদ্যুতিক গাড়িটির ব্যাটারি এবং মোটর সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য না পাওয়া গেলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, এই গাড়িটি কেবলমাত্র আধঘন্টার চার্জেই ৫০০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে।

এছাড়াও, ২০২৫ সালের মধ্যেই এই গাড়ির পুরোদমে উৎপাদন শুরু হবে বলেও জানা গিয়েছে।Tata Avinya গাড়িটির মূল আকর্ষণ হল Butterfly doors বা প্রজাপতির ন্যায় দরজা।

এছাড়াও, গাড়িটিতে এলইডি টেল লাইটের পাশাপাশি বড় অ্যালয় হুইল এবং পেছনের দরজা পর্যন্ত বিস্তৃত এলইডি লাইট বার লক্ষ্য করা গিয়েছে।

এর পাশাপাশি, গাড়িটির সামনে দু’টি সুবিশাল ডিআরএল রয়েছে। লোগোর আকারও উপস্থিত রয়েছে সেখানে। এছাড়াও, এই বিলাসবহুল গাড়িটির অন্দরমহল ঠিক যেন একটি ফাইভ-স্টার হোটেলের রুমের মত করে বানানো হয়েছে।