সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বা’ড়’তি সুবিধা পেতে রাজনীতিতে যোগদান করেন রাজেশ ও অমিতাভ! কেন এমন বলেছিলেন আমজাদ খান?

আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করেছি অভিনেতারা তাদের জীবনে সফলতা লাভ করার পরেই কেন রাজনীতির দিকে ঢলে পড়ে? বলিউডের এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা কিনা নিজেদের অভিনয় জগতে সফলতা লাভ করার পর রাজনীতিতে নিজেদের নাম লিখিয়েছেন। কিন্তু এমনটা কেন ঘটে? এই বিষয় নিয়েই একটা সময় আমজাদ খান মুখ খুলে ছিলেন।

সম্প্রতি তার একটি পুরোনো সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অমিতাভ বচ্চন, রাজেশ খান্না সবাই একটা সময় রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আমজাদ খানের সেই সাক্ষাৎকার শুনলেই বুঝতে পারবেন কাদের কাদের নাম তিনি নিয়েছেন।
আমজাদ খান সেই সাক্ষাৎকারে বলে ছিলেন, অনেকে এমন বলি তারকা রয়েছে, যারা কিনা নিজেদের সুবিধার জন্য রাজনীতিতে এসেছেন মানুষের সুবিধা জন্য নয়।

আমজাদ খানকে এমনটাও বলতে শোনা যায় যে কেবলমাত্র অভিনেতাদের মধ্যে সুনীল দত্তই মানুষের সেবার জন্য রাজনীতিতে এসেছিলেন, যার প্রতিফলন তার কাজের মাধ্যমে প্রকাশ পায়। কিন্তু এদিকে অমিতাভ বচ্চন ও রাজেশ খান্নার উদ্দেশ্য ছিল আলাদা।

আরো খবর: মাত্র একবার টা’কা দিলেই ১০ বছর পর পাবেন কয়েক লক্ষ! LIC-র ধা’মা’কা পলিসি

তিনি এটাও বলেন রাজেশ খান্না ও অমিতাভ বচ্চন মানুষের জন্য কিছুই করেনি। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে সফলতা লাভ করার পরেই তারা রাজনীতিতে নামে। কিন্তু ভারতকে কিছু দেওয়ার উদ্দেশ্য নিয়ে নামে না তারা মানুষের জন্য কিছুই করে না তারা কেবলমাত্র নিজেদের আখের গোছানোই তাদের লক্ষ্য।

আমজাদ খানকে আমরা বিশেষভাবে চিনি তার গব্বর চরিত্রের মাধ্যমে। তিনি সারা জীবনের ১৩২ টির বেশি ছবি করেছে। কিন্তু সেই সমস্ত ছবির চরিত্র এতটা মানুষের মনে দাগ কাটে নি যতটা শোলে গব্বর কেটেছে।

এই সাক্ষাৎকার যখন প্রকাশিত হয় তখন সেটা নিয়ে দারুন শোরগোল ও বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই তার পক্ষে আবার অনেকেই তার বিপক্ষে কথা বলে।