সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

BJP-র সদর দ’প্ত’রে ঢু’কে কেন পুলিশ লা’ঠি চা’লা’লো? স্বরাষ্ট্রসচিবকে রি’পো’র্ট জ’মা দি’তে বললো আদালত

আজ মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে পুলিশ বাধা হয়ে দাঁড়িয়েছে, আর সেই কারণেই পুলিশ লাঠি চার্জ পর্যন্ত করেছে। তবে এবার তার মাশুল হয়ত গুনতে হতে পারে, কারণ কলকাতা হাইকোর্টের তরফ থেকে রিপোর্ট তলব করার কথা বলা হয়েছে । স্বরাষ্ট্রসচিবকে এবার রিপোর্ট তলব করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

পুলিশের লাঠি চার্জের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বিজেপিরই পক্ষ থেকে আর সেই সূত্র ধরেই ঘটনা এত দূর এগিয়েছে। এই মামলা দায়ের করেছে বিজেপির সুবীর সান্যাল ও সুস্মিতা সাহা। বিজেপি যে দাবি জানিয়েছে, পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিয়েছে।

রাস্তায় লোহার খুটি পুতে ব্যারিকেড করা হয়েছে এখানেই শেষ নয় তার সাথে বিজেপি কর্মীদের ওপরে লাঠি চার্জ করেছে পুলিশ। বিজেপির সদর দফতরে ঢুকে লাঠি চার্জ করেছে পুলিশ। আহত হয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা, বিরোধী দলনেতাকে নবান্ন থেকে আড়াই কিমি দূরে থাকা সত্বেও বেয়াইনি ভাবে গ্রেফতার করেছে।

আরো পড়ুন: “আর দু’স্টু’মি করবো না, সত্যি বলছি”, ম্যাডামের রা’গ ভা’ঙা’তে খুদে পড়ুয়ার আপ্রা’ণ চে’ষ্টা

এদিকে আবার রাজ্যের আইনজীবী জানিয়েছে নবান্নের চারদিকে থাকে ১৪৪ ধারা। সমাবেশ করা নিষিদ্ধ নবান্নের আশেপাশে। সেখানে জোড় করে প্রবেশ করায় পুলিশ লাঠি চার্জ করেছে। তাছাড়া কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায় ভাঙ্গচুর করেছে তারা। পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইটবৃষ্টি , সাথে অনেক কয়েকটা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

সমস্ত কথা শুনে আদালতের তরফ থেকে বলা হয়েছে বিজেপির সদর দফতরে ঢুকে লাঠি চার্জ কেন করেছে পুলিশ? এর রিপোর্ট সোম্বারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাছাড়া সরকারি আইনজীবী বলেন যাদের এদিন গ্রেফতার করা হয়েছে তাদের প্রত্যেককে সরকারি বন্ডে মুক্তি দেওয়া হবে।