সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেট্রোল-ডিজেল স’স্তা’য় পেতে এইগুলো ব্যবহার করুন, অনেকটাই খ’র’চ বাঁচবে!

বর্তমানে সারা দেশে পেট্রোল-ডিজেলের দাম চড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে খুব প্রয়োজন না পড়লে এখন আর কেউ গাড়ি নিয়ে রাস্তায় বের হতে চাইছেন না। এদিকে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক দরবৃদ্ধির পরেও দাম কমার কোনও লক্ষনই নেই। তবে জানেন কি এই সমস্যা থেকে আপনাকে বাঁচাতে পারে ফুয়েল ক্রেডিট কার্ড? আসুন আজ জেনে নেওয়া যাক কী এই ফুয়েল ক্রেডিট কার্ড?

ফুয়েল ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি জ্বালানিতে 1% সারচার্জ ওয়েভ অফসহ ক্যাশব্যাকের সুবিধা পাবেন।বেশকিছু ব্যাংকের তরফ থেকে এই সুবিধা দেওয়া হচ্ছে। আইসিআইসিআই এর ক্রেডিট কার্ড ফুয়েল সেভার কার্ড হিসেবে ব্যবহার করা যাবে। হিন্দুস্থান পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে তেল কেনার সময় বিলে সারচার্জ ছাড় সহ 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

বি পি সি এল পেট্রোলপাম্পে প্রত্যেক 100 টাকা খরচে 13× রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। সে ক্ষেত্রে 4.23% ভ্যালু ব্যাকের সুবিধা পাওয়া যাবে। 1 শতাংশ সারচার্জ ছাড় পাওয়া যাবে। ইন্ডিয়ান অয়েল সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে এক বছরে 71 লিটার পর্যন্ত পেট্রোল ডিজেল ফ্রিতে পাওয়া যাবে। এই কার্ড ব্যবহার করলে প্রতি 150 টাকা খরচ করলে 4 টার্বো পয়েন্ট পাওয়া যাবে।

ইন্ডিয়ান অয়েল এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে বছরে 50 লিটার পর্যন্ত পেট্রোল ডিজেল পাবেন আপনি। সেক্ষেত্রে ফুয়েল পয়েন্টস পাওয়ার সুবিধাও রয়েছে।