সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্যান-আধার কা’র্ড লিঙ্ক না করালে বাড়বে জ’রি’মা’না’র অ’ঙ্ক, জানালেন নির্মলা সীতারমণ

বর্তমানে গোটা দেশ জুড়ে আধার কার্ডের সাথে প্যান কার্ডের সংযুক্তিকরণ নিয়ে ব্যস্ততা পড়ে গিয়েছে। কেন্দ্র থেকে কড়াকড়ি করে দিয়েছে যে আধারের সঙ্গে প্যান কার্ড লিংক করতেই হবে। নয়তো জরিমানা করা হবে। এই নিয়ে নানা বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিবাদ জানাচ্ছেন তবে কেন্দ্র নিজের সিদ্ধান্তে অনড়।

আর সেটাই আরো আকবর প্রমাণ পেল যখন বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জরিমানার পক্ষেই সওয়াল করেছেন। ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত আধার-প‌্যান সংযোগ বিনামূল্যেই হয়েছে। তবে পয়লা এপ্রিল থেকে ৫০০ টাকা জরিমানা যুক্ত করা হয়। পরে ১ জুলাই থেকে তা বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে।

প‌্যান-আধার সংযোগের সময়সীমা গত ৩১ মার্চ পর্যন্ত থাকলেও তা আগামী ৩০ জুন করা হয়েছে। সেই সঙ্গে ১০০০ টাকা জরিমানাও বহাল রয়েছে। এদিন, এক সাংবাদিক সম্মেলনে নির্মলা জানিয়ে দেন, সরকারের পক্ষে যতটা সময় দেওয়া সম্ভব ছিল দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব সবাইকে প‌্যান-আধার সংযোগ করতে হবে।

আরো খবর: “মোমো”, কেন এমন আজব না’ম হলো?

সময়সীমা পার হয়ে গেলে জরিমানার অঙ্ক আরও বাড়বে। ফলে যাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিংক করা নেই তারা তড়িঘড়ি করে করতে শুরু করেছেন। কারণ এটি পরিষ্কার যত দিন যাবে এর জরিমানার পরিমাণ বাড়বে।

কিন্তু একটা মধ্যবিত্তের ঘরে যদি পাঁচটা মেম্বার হয় তাদের সকলের ব্যাংক একাউন্ট থেকে থাকে তাদের এই লিংক করতে ৫০০০ টাকা খরচ হবে যেটা খুব একটা কম আমাউন্ট নয়।

কিন্তু এই নিয়ে কোনো কনেসেশন করছেন না কেন্দ্রীয় মহল। এটি যে এবারে বাধ্যতামূলক সেটা বোঝাই যাচ্ছে।