সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাশিচক্রের এই ৬ রাশির জাতকরা সবসময় সব কা’জে দে’রি করেন! তা’লি’কা’য় আপনি আছেন কি?

জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে ১২ টি রাশি এবং ২৭ টি নক্ষত্রের। এই পৃথিবীর সব মানুষের সাথেই রাশির যোগাযোগ আছে। আর সেই রাশির উপরই নির্ভর করে ওই ব্যক্তির চরিত্র কেমন হবে, ব্যক্তিত্ব ও স্বভাবই বা কেমন হবে।

আজ আপনাদের এমন কয়েকটি রাশির কথা বলব যে রাশির জাতকরা সব কাজে দেরি করে থাকেন। অফিস হোক বা বাড়ি, কোনো কাজই সময়ে শেষ করতে পারেন না। কিন্তু কথায় আছে সময় বহিয়া যায়, নদীর স্রোতের প্রায়।

তাই সময়ের কাজ সময়ে শেষ না করলে তো খুব মুশকিল! এর একে একে অনেক কাজ জমে যায়, কোনটা ছেড়ে কোনটা করবেন বুঝে উঠতে পারেন না। আমাদের চারপাশে এমন দু-ধরনের মানুষ আছেন।

আরো পড়ুন: বজ্রবিদ্যুৎ সহ ভা’রী বৃষ্টিপাতের পূর্বাভাস জা’রি করলো আবহাওয়া দপ্তর, বইবে ঝো’ড়ো হাওয়া

এক দল যাঁরা কোনও কাজ ফেলে রাখা পছন্দ করেন না, সময়ের কাজ সময়ে শেষ করে ফেলেন। আর অন্য দল পুরোপুরি ভিন্ন মেরুর বাসিন্দা। কাজ ফেলে রেখে সময় নষ্ট করতে এরা একেবারে ওস্তাদ।

এর জন্য সমস্যাও এদের পিছন ছাড়ে না। তবুও এরা নিজেদের অভ্যাস বদলাবেননা বলে পণ করে থাকেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক তারা কারা!

১) বৃষ রাশি : বৃষ রাশির জাতকদের কোনো কাজ দেওয়া হলে তিনি কেন সেই কাজটা করতে পারবেন না, তা ভাবতেই দু-দিন লাগিয়ে ফেলেন। কোনও কাজ সহজে শেষ করা তো দূর, তাড়াতাড়ি শুরুই করতে পারেন না তারা। তবে কোনো একটি কাজ করার সিদ্ধান্ত একবার এই রাশির জাতকরা নিলে সেখানে থেকে তাঁকে আর টলানো যায় না। সেই কাজ শেষ না করা পর্যন্ত হাঁফ ছাড়েন না তারা।

২) ধনু রাশি : এদের মন খুব চঞ্চল প্রকৃতির হয়। কোনও একটা নির্দিষ্ট বিষয়ে মনঃসংযোগ করতে পারেন না ধনু রাশির জাতকরা। ঘরের গণ্ডীর মধ্যে আটকে থাকতে পছন্দ করেন না এই রাশির জাতকদের। বাইরের দুনিয়া সব সময় এদের আকর্ষণ করে বলে কোনও কাজে মন দিতে পারেন না। তাই কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলাও হয়ে ওঠে না।

৩) কন্যা রাশি : কন্যা রাশির জাতকরা এতটাই পারফেকশনিস্ট হন যে কোনও কাজে সামান্য ভুলত্রুটি এরা একেবারেই সহ্য করতে পারেন না। সব কাজ নিখুঁত ভাবে করতে ভালোবাসেন এরা। আর তাই বেশির ভাগ সময়েই কাজে দেরি হয়ে যায় তাদের।অন্যের কাজ এদের পছন্দ হয় না বলে সব কাজ এরা নিজেরাই করতে চান। এর জেরে সময়ের কাজ সময়ে শেষ হয় না।

৪) তুলা রাশি : তুলা রাশির জাতকরা লাজুক প্রকৃতির হন বলে নিজের গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটান না এরা। কাউকে দেখানোর জন্য নয়, নিজের আনন্দেই কাজ করতে এরা ভালোবাসেন। সেই কারণে নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয়ে ওঠে না। তবে এরা একেবারেই অলস প্রকৃতির নন।

আরো পড়ুন: “ঘৃনার বীজ বপণ”, হিং’সা নি’য়ে মোদির চু’প থা’কা নি’য়ে বিরোধীদের প্রশ্নের জ’বা’ব বিজেপির

৫)​ কুম্ভ রাশি : কুম্ভ রাশির জাতকরা অত্যন্ত স্বাধীনচেতা, তাই এরা জীবনকে আপনি সম্পূর্ণ ভাবে উপভোগ করতে ভালোবাসেন। সেই কারণে আপনি নিতে পারেন না। কুম্ভ রাশির জাতকরা যেমন ধরা-বাঁধা কাজের গণ্ডীর মধ্যে আঁটকে থাকতে পছন্দ করেন না, তেমনই বেশি দায়িত্বপূর্ণ কাজও বহন করতে পারেন না। যখন যেটা করতে মন চায়, তখন সেটাই করে ফেলেন তারা। সেই কারণে অনেক সময় সময়ের কাজ সময়ে শেষ করা হয়ে ওঠে না তাদের। বলা যেতে পারে সবচেয়ে লেট লতিফ কুম্ভ রাশির জাতকরা।

৬) ​মীন রাশি : স্বপ্নের দুনিয়ায় বসবাসকারী মীন রাশির জাতকদের বাস্তবের মাটিতে নেমে এসে কাজ করতে খুব কষ্ট হয়। কোনো কাজ তারা সময়ে শেষ করতে পারেন না। এরা সৃজনশীল প্রকৃতির মানুষ হওয়ায় ধরাবাঁধা কাজ এদের পছন্দ নয়, নিজেদের সৃজনশীলতা মেনেই কিছু করতে ভালোবাসেন এরা। তবে পছন্দমতো কাজ পেলে চটপট করে ফেলার ক্ষেত্রে মীন রাশির জাতকদের জুরি মেলা ভার।