সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“ঘৃনার বীজ বপণ”, হিং’সা নি’য়ে মোদির চু’প থা’কা নি’য়ে বিরোধীদের প্রশ্নের জ’বা’ব বিজেপির

ক্রমাগত দেশের আনাচে-কানাচে বাড়ছে নানান রকম হিংসাত্মক ঘটনা কিন্তু এরকম সময়ে দেশের প্রধানমন্ত্রী কেন চুপ রয়েছেন সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলগুলি। এই বিষয়ে নরেন্দ্র মোদির নীরবতা কে কেন্দ্র করে তেরোটি বিরোধী দল মিলে একটি চিঠি লিখেছেন।

যদিও এই চিঠির বিপক্ষে এবার তোপ প্রকাশ করলেন বিজেপি। দেশের ১৩ টি বিরোধী দল মিলে শনিবার একটি বক্তৃতা দেন এবং যেখানে সাম্প্রদায়িক যে অশান্তি সৃষ্টি হয়েছে এ বিষয়ে জানান।

তাদের বক্তব্য জনগণ যেন সম্প্রীতি এবং শান্তি দুটোই বজায় রাখে। যদিও এই বক্তৃতার পর বিজেপির পাল্টা অভিযোগ যে, কংগ্রেস গোটা দেশজুড়ে মানুষের মধ্যেই ঘৃণার বীজ তৈরি করছেন।

আরো পড়ুন: প্রতিবার পি’ছি’য়ে যা’চ্ছে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দি’ন! কিন্তু কেন?

এই গোটা ব্যাপারে একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, “অভিযোগগুলি বিরোধীপক্ষ করছে সেটা একদমই ভিত্তিহীন। বিরোধীদলগুলো চাইছে দেশের মানুষদের মধ্যে বিদ্বেষের বীজ তৈরি করতে এবং সেটা কখনোই আমরা মেনে নেব না।

সোনিয়া গান্ধীর অবশ্যই দেখা উচিত রাজস্থানে কিভাবে সহিংসতার ঘটনা ঘটছে। কংগ্রেস সরকার রাজস্থানের দাঙ্গাকারীদের বিরুদ্ধে লড়তে ব্যর্থ। এ সমস্ত রাজ্যগুলির বিরোধীদের শাসিত সেগুলোতে বারেবারেই হিংসাত্মক ঘটনা ঘটছে। ইতিমধ্যে ৬০ টিরও বেশি ঘটনা রাজস্থানে ঘটে গেছে”।

১৩ জন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলগুলি একটি চিঠি লিখে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেছেন যে, এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটার পরেও কেন তিনি চুপ রয়েছেন।

এভাবে দিনের পর দিন গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটকে হিংসার ঘটনা ঘটে চলেছে তার কোনো প্রতিবাদ করা কেন হচ্ছে না। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সমস্ত্র বাহিনী অবশ্যই কোনো দিক থেকে মদত পাচ্ছে ।