সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কি ধরণের শাড়ি পড়েন? জানুন দা’ম

শাড়ি পড়তে প্রত্যেকটা মহিলাই ভীষণ ভালোবাসেন, দিন যত বদলে চেয়ে তেমনি শাড়ির ধরনও বদলেছে, এসেছে বিপুল পরিবর্তন। বর্তমানে ঐতিহ্যবাহী অনুষ্ঠানের সাথে সাথে ও এসেছে বিভিন্ন পার্টি ওয়ার শাড়ি। সাধারণ শুরু করে দেশের মহিলা রাজনীতিবিদরাও শাড়ি পরিয়ে ভালোবাসেন।

সম্প্রতি ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু, যিনি শাড়ি পরতে ভীষণ পছন্দ করেন, তবে তিনি অবশ্যই সিল্কের তৈরি শাড়ি বেশি পছন্দ করেন। যে সিল্কের শাড়ি তিনি পড়েন সেটিকে বলা হয় তসর সিল্ক। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিংহ পাতিলও এই ধরনের সিল্কের শাড়ি পড়তে পছন্দ করেন।

তসর সিল্ক আসলে ওয়াইল্ড ইন্ডিয়ান সিল্ক নামে পরিচিত এই ধরনের সিল্ক পাওয়া যায়। এই সিল্কের ওয়ারমের নাম antheraea paphia, যারা শুধুমাত্র আসান এবং অর্জুন গাছের পাতা খায়, এটি পাওয়া যায় ছত্রিশগড় রাজ্যের বিলাসপুর, চম্পা এবং রায়গড়ে।

আরো খবর: আম্বানির ছেলের বাগদানে মিকার অসাধারণ পারফরম্যান্স, ১০ মিনিটের পা’রি’শ্র’মি’ক কত নিলেন?

এই সিল্ক হালকা হলুদ বীজের রং থেকে বাদামী রঙের হয়ে থাকে। এই ধরনের সিল্কের বিশেষত্ব হলো এর টেক্সচারটার রুক্ষ হয়। এই শাড়ি বর্ডার দাঁড়ায় চিহ্নিত করা হয়। এই শাড়ির দাম হাজার হাজার টাকা।

এই বিষয়ে সেন্টাল সিল্ক বোর্ডের আমান কুমার জানিয়েছেন যে, যেখানে চার ধরনের সিল্ক পাওয়া যায় যার মধ্যে ইরি, মুগা তসর, এবং মাল বেরি। শুধুমাত্র ভারতে পাওয়া যায় মুগা সিল্ক।

তিনি জানিয়েছেন যে, কোন ধরনের সিল্কের তৈরি জিনিস যদি কেনেন তাহলে অবশ্যই লোগো দেখে কেনা উচিত, এর লোগো হল ডান্সিং বাটারফ্লাই। আমান কুমার জানিয়েছেন, খাটি সিল্কের শাড়ির দাম প্রায় ১৫,০০০ থেকে শুরু হয় এবং ১০ লাখ পর্যন্ত হয়।