সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অলৌকিক ঘ’ট’না, শিব’লি’ঙ্গ বরফে বদলে গেল হঠাৎ করেই! তা’কি’য়ে দেখলেন ভক্তরা, ভাইরাল ভিডিও

হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র হল অমরনাথ। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ অমরনাথ দর্শনে যান। অতি থেকে অতি দুর্গম পথ অতিক্রম করে দেবাদিদেব মহাদেবের দর্শন পাওয়া যায়। বরফাবৃত পাহাড়ে ঢাকা এটি মূলত একটি গুহা।

করোনা আবহে গত দু বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা। তবে এবছর ৩০ জুন থেকে আবার শুরু হয়েছে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে শয়ে শয়ে মানুষ। এবছরই প্রথম হেলিকপ্টারে অমরনাথের পথে যাওয়ার সুযোগ পাওয়া যাবে বলে খবর।

গ্রীষ্মকালে খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রা বহাল থাকে। আর বছরের বাকি সময় পুরো রাস্তাটি বরফাবৃত থাকে। সেই সময় অমরনাথ যাত্রায় সামিল হন লক্ষ লক্ষ ভক্ত। অমরনাথ কেন এত গুরুত্বপূর্ণ। এখানে গুহার ভেতর জল চুঁইয়ে চুঁইয়ে পড়ে এবং সেই জল জমে জমে বরফের রূপে শিবলিঙ্গ তৈরী হয়।

আরো পড়ুন: কেন নীল-সাদা অটো কলকাতায়? কা’র’ণ জানালেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম

তবে অমরনাথ গুহার সেই নির্দিষ্ট স্থানটিতেই শুধু কেন বরফ জমে শিবলিঙ্গ তৈরী হয় তার ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি। অনেক বিজ্ঞানী বরফাবৃত শিবলিঙ্গের পিছনে কি রহস্য রয়েছে তা অনুসন্ধানের চেষ্টা করেছেন ঠিকই, তবে বারংবার ব্যর্থ হয়েছেন।

এবার দক্ষিণ ভারতে মহারাষ্ট্রের নাসিকে অমরনাথের মত বরফের তৈরী একই রকম শিবলিঙ্গের সন্ধান মিলল। মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত ত্রিম্বকেশ্বর মন্দির। এরকম বরফের শিবলিঙ্গ দেখে মন্দিরের পুরোহিত থেকে শুরু করে সকল ভক্তরাও ‘অলৌকিক’ ঘটনা বলে দাবি করেন।

এর আগে কখনও শিবলিঙ্গে এভাবে বরফ জমে থাকতে দেখা যায়নি বলে জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ত্রিম্বকেশ্বর মন্দিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন পুরোহিত সেই সময় মন্দিরের মধ্যে বরফের শিবলিঙ্গের আরাধনায় ব্যস্ত।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সাথে সাথেই ব্যাপক ভাইরাল হয়। এহেন অলৌকিক ঘটনাকে চাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে অজস্র মানুষ বাবা ত্রিম্বকেশ্বরের টানে ছুটে এসেছেন। আপনাদের জন্য রইল সেই ভিডিও-র এক ঝলক।