সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

VIP-দের জন্য হেলিকপ্টার নি’চ্ছে রাজ্য সরকার, কতদিনের জন্য ও’ড়া’নো হ’বে আকাশে

সম্প্রতি জানা গিয়েছিল দিল্লির একটি সংস্থা থেকে 10টি আসন বিশিষ্ট বিমান ভাড়া করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অন্যান্য ভিআইপিদের যাতায়াতের সুবিধার্থে বিমান ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেয় নবান্ন। তবে বিমানের বদলে এবার হেলিকপ্টার ভাড়ার জন্য বিজ্ঞপ্তি দিয়ে টেন্ডার ডাকলো রাজ্যের পরিবহন দপ্তর।

আগামী বছরের জানুয়ারি মাসের 5 তারিখে আগ্রহী সংস্থার তরফ থেকে দরপত্র জমা দেওয়ার আবেদন জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্যে তরফ থেকে জানানো হয়েছে এই ছয়জনের বসার মত একটি হেলিকপ্টার ভাড়া নেওয়া হবে। ভিআইপিদের সফরের জন্য সবরকম বন্দোবস্ত করতে হবে সেই হেলিকপ্টারে। আগামী পাঁচ বছরের জন্য দিনে দেড় ঘন্টা হেলিকপ্টার চালানো হবে।

রাজ্য তার থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে এই হেলিকপ্টার যেন অন্ততপক্ষে 8 বছরের পুরনো না হয়। আকাশপথে সফরের জন্য যা যা নিয়মের দরকার, সেইসব নিয়মের ব্যবস্থা সংস্থাকে করে দিতে হবে। রাজ্য সরকার এই বিষয়ে কোনো দায়ভার নেবে না। হেলিকপ্টার ভাড়া দেওয়ার ক্ষেত্রে কিছু শর্তাবলী রেখেছে রাজ্য সরকার।

সংস্থাটিকে বিশ্বাসযোগ্য এবং অভিজ্ঞ হতে হবে বলে জানানো হয়েছে। বিগত তিন বছরে অন্ততপক্ষে 25 কোটি টাকার ব্যবসা করেছে যে সংস্থা তারাই আবেদনের যোগ্য। সংস্থার কাছে অতিরিক্ত হেলিকপ্টার রাখতে হবে। কারণ ভাড়া করা হেলিকপ্টার যদি কোনো কারণে পরপর তিনদিন বিকল হয় তাহলে বিনা খরচে অন্য চপার যাতে পাওয়া যায় তার জন্য এই ব্যবস্থা। মাসে দুদিন পরীক্ষা-নিরীক্ষা করার জন্য হেলিকপ্টারটিকে সংস্থার কাছে পাঠানো হবে।