সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“মি’সা’ই’ল দু’র্ঘ’ট’না” ই’স্যু’তে পাকিস্তানকে পাশ কা’টি’য়ে ভারতকে স’ম’র্থ’ন আমেরিকার

পাকিস্তানে ভারতীয় মিসাইলের আঘাত কাণ্ডে দিল্লির পাশে দাঁড়াল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে ভারত থেকে সম্প্রতি যে ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানে অবতরণ করেছে তা দুর্ঘটনা ছাড়া আর কিছু ছিল না। এই বিষয়ে প্রশ্ন করা হলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘আমাদের কাছে এমন কোনও ইঙ্গিত নেই যে কারণ আমরা মনে করব যে আমাদের ভারতীয় পার্টনাররা যা বলছে তা ভুল।

তারা এই ঘটনাটিকে দুর্ঘটনা বলেছে। তাহলে এটি দুর্ঘট ছাড়া অন্য কিছু নয়।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘যেকোনও ফলোআপের জন্য আমরা অবশ্যই আপনাকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছে পাঠাব। ঠিক কী ঘটেছিল তা ব্যাখ্যা করার জন্য তারা ৯ মার্চ একটি বিবৃতি জারি করে।

এর বাইরে আমাদের অন্য কোনও মন্তব্য নেই।’ গত ৯ মার্চ, একটি নিরস্ত্র ভারতীয় সুপারসনিক মিসাইল পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করে। লাহোর থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে মিয়া চান্নুর কাছে একটি কোল্ড স্টোরেজে আঘাত করে সেই মিসাইল। এর আগে আকাশপথে বেশ কয়েকটি বিমানকে ঝুঁকির মুখে ফেলে এই মিসাইল। যদিও এই ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন: দোলযাত্রা ও হোলির দি’ন প্রথম ও শে’ষ মেট্রো কখন? দেখে নিন নতুন সময়সূচি

এর প্রেক্ষিতে আজকে সংসদে বিবৃতি প্রকাশ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন সংসদে তিনি বলেন, ‘ক্ষেপণাস্ত্র ইউনিটের রুটিন রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের সময় সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাক্রমে একটি ক্ষেপণাস্ত্রটি লঞ্চ হয়ে গিয়েছিল।’ রাজনাথ আরও বলেন, ‘আমি সদনকে বলতে চাই, সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

আমরা এসওপিগুলি পর্যালোচনা করছি। আমরা সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। এবং এই ঘটনার প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যদি কোনও ত্রুটি খুঁজে পাই, ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিরাপদ এবং নির্ভরযোগ্য। আমরা সময়মত পর্যালোচনা করি। আমাদের সশস্ত্র বাহিনী সুপ্রশিক্ষিত এবং সুশৃঙ্খল, এবং এই ধরনের ব্যবস্থা বজায় রাখার অভিজ্ঞতা রাখে।’