সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

PhD-মাস্টার্স-র কোনো ভ্যালু নেই, মোল্লারাই সে’রা! বয়ান দিলেন আফগানিস্তানের তা’লি’বা’নি শিক্ষামন্ত্রী

পিএইচডি অথবা মাস্টার্সের কোনো দাম নেই তালিবান জঙ্গিদের কাছে। পিএইচডি এবং মাস্টার্স ডিগ্রী কার্যত মূল্যহীন। কারণ মৌলবীদের কাছে কোনো ডিগ্রীই থাকে না। তবুও তারা নাকি সবার সেরা! এমনই বিতর্কিত মন্তব্য করে বসলো তালিবানের নতুন শিক্ষা মন্ত্রী। তালিবানদের শিক্ষা মন্ত্রী শেখ মৌলবি নূরুল্লাহ মুনিরের দাবি আজকের দিনে পিএইচডি এবং মাস্টার ডিগ্রী নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কারণেই ডিগ্রী না নিয়েই মোল্লারা এবং তালিবানরা ক্ষমতায় আছে!

মোল্লাদের কাছে মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রী তো দূরের কথা, মিনিমাম হাইস্কুলের ডিগ্রিও নেই। তবে তাতে অবশ্য দোষের কিছুই দেখেনা জঙ্গিরা। কারণ তাদের কাছে শিক্ষাগত যোগ্যতার কোনো গুরুত্বই যে নেই তা ওই জঙ্গী নেতার বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবারই মোল্লা মহম্মদ হাসান আকুন্দের নেতৃত্বে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তালিবানরা। এই নতুন মন্ত্রিপরিষদে যারা জায়গা পেয়েছে তারা প্রত্যেকেই তালিবান জঙ্গি নেতা।

তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহদের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে আফগানিস্তানের ইসলামিক সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা হাসান এবং ডেপুটি মোল্লা অবদুল ঘানি বরাদার। উল্লেখ্য আফগানিস্তানের এই নতুন সরকারে এমন বহু তালিবানি জঙ্গি নেতা জায়গা পেয়েছে যাদের মাথার দাম রাষ্ট্র সংঘের তরফ থেকে ধার্য করা হয়েছে। তবুও এমন জঙ্গী প্রধানদের নিয়েই সরকার গঠন করা হলো আফগানিস্তানে!

আফগানিস্তানের এই মন্ত্রিপরিষদে জায়গা পেয়েছে ভারত বিরোধী হক্কানী জঙ্গী সংগঠনের চার নেতা। যা সভাপতি ভারতের উদ্যোগ বাড়াচ্ছে। তালিবানদের তরফ থেকে জানানো হয়েছে পঞ্জশির প্রদেশ ইতিমধ্যেই চলে এসেছে তাদের দখলে। যদিও ওই প্রদেশের যোদ্ধারা তালিবান জঙ্গিদের এই দাবি মানতে নারাজ।