সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০-২১ তারিখ না এলে ২২ শে বাড়িতেই থাকুন, ফেসবুকে সরকারি কর্মীদের শা’সা’নি উদয়নের

গত ১৫ই ফেব্রুয়ারি,বুধবার,রাজ্য বিধানসভায় ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।বিভিন্ন খাতে সরকারের আয় ও ব্যয়ের হিসাব,বিভিন্ন সরকারি প্রকল্পগুলিতে উপকৃত মানুষের পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

শহিদ মিনারে বকেয়া ডিএ-এর দাবিতে গত ৬ দিন ধরে অনশন আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা।মাত্র ৩ শতাংশ ডিএ বৃদ্ধিতে খুবই অসন্তুষ্ট তারা। আগামী মার্চ মাস থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরাও।

সরকারি কর্মীদের বক্তব্য অনুসারে, বকেয়া ডিএর পরিমাণ ৩৯ শতাংশ। বৃদ্ধি হয়েছে মাত্র ৩ শতাংশ।অনেকে ঘটনাটিকে মরুভূমিতে এক বালতি জল ঢালার সঙ্গে তুলনা করেছেন। এবার সেই আগুনে ঘি ঢালতে,বকেয়া ডিএ’র দাবিতে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ (চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন)।

আরো খবর: বাগদার বহুলচর্চিত রঞ্জনকে এবার গ্রে’ফ’তা’র করলো CBI, এবার হবে সব দু’র্নী’তি’র প’র্দা’ফাঁ’স

সরকারি কর্মীদের এই আন্দোলন থেকে বিরত রাখতে ফেসবুক পোস্ট করলেন বিধায়ক উদয়ন গুহ। তাঁর এই পোস্টকে কেন্দ্র করেই শুরু হয়েছে শোরগোল। বকেয়া ডিএ’র দাবিতে অনেকদিন আগের থেকেই আন্দোলনের পথ বেছেছেন সরকারি কর্মীরা।


এসবের মাঝেই সদ্য রাজ্য বাজেটে মাত্র ৩ শতাংশ বর্ধিত ডিএ ঘোষণা করা,তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে কর্মচারীদের মাঝে । তাই বকেয়া ডিএর দাবিতে আন্দোলন আরও তীব্র হয়েছে।এইরূপ আবহে তাঁর এইরকম বেফাঁস মন্তব্য মোটেই ভালভাবে নিতে পারেননি সরকারী কর্মী ও বিরোধীরা।

বিজেপি এক নেতা বলেন, “উনি প্রায়সই সকলকে এইরকম ভিত্তিহীন হুমকি দিচ্ছেন। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকে কেষ্টর জায়গা নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন।”