সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রতন টাটার স্ব’প্নে’র NANO গাড়ি, এই প্রথম কারণ জানালেন বর্ষীয়ান শিল্পপতি

চার চাকার ছোট্ট একটি গাড়ি, যেটা কিনা সমস্ত ভারতীয়দের মনে আশার সঞ্চার করেছিল। এমনকি তারা স্বপ্ন দেখেছিল সেই ঐতিহাসিক স্বপ্নের গাড়ির। রতন টাটার স্বপ্নের প্রজেক্ট ন্যানো।

অতি সাধারণ মধ্যবিত্ত মানুষদের কথা মাথায় রেখেই এই গাড়ি বাজারে নিয়ে এসেছিলেন রতন টাটা। কিন্তু এর নেপথ্যের কাহিনী কি? সেটা তিনি এবার জানালেন। ছাপোষা মধ্যবিত্ত মানুষদের মনে অনেক স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় আর কয়টা?

সেইসব মানুষ জাতে তাদের স্বপ্ন পূরণ করতে পারে, যাতে তাদের স্বপ্নের সেই চারচাকা বাড়িতে নিয়ে যেতে পারে। এই সমস্ত কিছু মাথায় ঘুরছিল রতন টাটার, সচরাচর মধ্যবিত্ত মানুষের স্বপ্নের সাথে সাধ্যের মেলবন্ধন ঘটে না বললেই চলে।

আরো পড়ুন: কোন রাজনীতিবিদকে প’ছ’ন্দ করেন? উত্তর দিলেন প্রশান্ত কিশোর

কিন্তু সেই মেলবন্ধন ঘটিয়েছে রতন টাটা। সাধারণ মানুষের পকেট এ যাতে কোনোভাবেই টান না পড়ে আবার যাতে নিজের একটা চারচাকা গাড়িও হয় সেই খেয়াল রেখেছেন রতন টাটা। চার চাকার ছোট্ট একটি গাড়ি নিয়ে তার পরিকল্পনা চলছিল আগে থেকেই, কিন্তু কিভাবে শুরু হল এই পরিকল্পনা?

সম্প্রতি তিনি এই ন্যানো নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই তিনি এই ছোট ন্যানো গাড়ির ইতিহাস সম্পর্কে কিছু কথা বলেছেন। তিনি লক্ষ্য করতেন একটি সাধারণ মধ্যবিত্ত ঘরের সাধ্য হত একটি স্কুটার কেনার।

আরো পড়ুন: মেয়ের বাড়ির একজন রসগোল্লার রস ফে’লে দিয়েছিলেন, লাথি মে’রে বি’য়ে ছে’ড়ে বেরিয়ে গেলেন বর

আর সেটা তুই করেই স্বামী স্ত্রী সন্তান নিলে যাতায়াত করতো। বেশিরভাগ সময়ই তারা এভাবেই তাদের কাজ চালাতো। বিশেষ করে তাদের বাচ্চাদের দুজনের মাঝে এসে একেবারে চিঁড়েচ্যাপটা স্যান্ডউইচ হতে হতো। এই কষ্ট দেখতে পারেনি আর রতন টাটা।

এখান থেকেই ন্যানোর সূত্রপাত। প্রথমে অবশ্য দুই চাকার বাহনকে আরো সুরক্ষিত করার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে তার মত বদল করে চারচাকাতেই সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই ন্যানো বাজারে নিয়ে আসেন তিনি। রতন টাটা সব সময় ন্যানো নিয়ে জোর গলাতেই বলেছেন, এই প্রকল্প ছিল মানুষের জন্য সাধারণ মানুষের কথা ভেবেই এর সূত্রপাত।