সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাত ৯ টা বাজলেই আ’রো ক’ড়া ব্য’ব’স্থা নেওয়ার নি’র্দে’শ পুলিশকে, ক’ড়া হতে বললো নবান্ন

করোনার তৃতীয় ঢেউ আসন্ন। করোনার হাত থেকে রাজ্যবাসীকে বাঁচানোর জন্য নতুন করে করোনা সতর্কতা বিধি লাগু করেছে রাজ্য সরকার। প্রয়োজন অনুসারে রাজ্যজুড়ে ধাপে ধাপে বিভিন্ন দিক বিবেচনা করে করোনাবিধি লাগু করা হয়েছে। রাজ্য সরকারের কড়া নির্দেশ অনুসারে প্রতিদিন রাত ৯ টা থেকে শুরু করে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে থাকা যাবে না। অথচ রাজ্যবাসীর সেদিকে ভ্রুক্ষেপ নেই। রাজ্যের নিয়মবিধিকে বুড়ো আঙুল দেখিয়েই চরম উদাসীনতার নজির রাখছেন তারা। যা থেকে পরবর্তীদিনে সংক্রমণের হার বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

করোনাবিধিকে উপেক্ষা করেই রাতের বেলাতেও হোটেল-রেস্তোরাঁ খুলে রাখা হচ্ছে। এমনকি গভীর রাত পর্যন্ত চলছে পার্টি। বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে তাই রাজ্য পুলিশ প্রশাসনকে আরও কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। মঙ্গলবার এর তরফ থেকে মুখ্যসচিব একটি নির্দেশিকা প্রকাশ করে পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের আরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন।

শুধু কলকাতাতেই নয়, রাজ্যের প্রত্যেক জেলাতেই একই অবস্থা চলছে বলে মনে করছে নবান্ন। রাজ্যের প্রত্যেক জেলাতেই রাত ৯ টার পরেও মানুষকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। ওই সময়ের মধ্যে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে নবান্ন। কলকাতাসহ সমস্ত জেলাতে নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে চেকিংয়ের জন্য হানা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

আবগারি দপ্তরের আধিকারিকদের রাতবিরেতে হোটেল এবং রেস্টুরেন্টে হানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য গত শুক্র, শনি এবং রবিবার শহর জুড়ে নাকা চেকিং চালিয়ে ১০০টিরও বেশি মামলা রুজু করেছে পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখে এবার নবান্নে তরফ থেকে প্রশাসনের উদ্দেশ্যে নতুন নির্দেশিকা জারি করা হলো।