সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুন্য টাকার নো’ট আছে ভারতেই, কি কি করা হয় এই নো’ট দিয়ে?

১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকার মত ‘জিরো রুপি নোট’ নামের একটি নোট প্রচলিত রয়েছে সারা ভারতে। যেটি একেবারেই মূল্যহীন। নোটটি দেখতে ভারতীয় পঞ্চাশ টাকার নোটের মতো। শুধুমাত্র পঞ্চাশের জায়গায় শূন্য লেখা আছে।

২০০৭ সালে ‘পঞ্চম পিলার’ নামে একটি অলাভজনক সংস্থা এই নোটটি বাজারে আনে। ভারতীয় নোটের যেখানে লেখা থাকে ‌’রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া’ নোটের সেই অংশে লেখা থাকে ‘এলিমিনেট করাপশন অ্যাট অল লেভেল’ অর্থাত্‍ সব স্তর থেকে দুর্নীতি দূর করুন। ৫০ টাকার যে অংশে লেখা থাকে ‘বাহককে আমি ৫০ টাকা দিতে প্রতিজ্ঞাবদ্ধ’ সেখানে তারা লিখেছে, ‘প্রতিজ্ঞা করছি, কখনও ঘুষ দেব না এবং নেব না।’

মূলত এই নোটটি প্রচলনের উদ্দেশ্য হলো দুর্নীতি দূর করা, দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা। সংস্থাটির এই অভূতপূর্ব পদক্ষেপের কারণ হল সরকারি অফিসগুলোতে ঘুষ দেয়া-নেয়া বন্ধ করা। ভারতে এখনও এই নোটের ব্যবহার রয়েছে। ট্রাফিক পুলিশ থেকে শুরু করে কোনো অফিসার যদি ঘুষ চান তাহলে অনেকেই তাদের জিরো রুপির নোট ধরিয়ে দেন।

এই নোটের পরিকল্পনা করেছিলেন এক শিক্ষক, নাম সতীন্দ্রমোহন ভগবত। যখন সর্বত্র দুর্নীতি ছড়াচ্ছিল তখন ‘পঞ্চম পিলার’ নামে ওই সংস্থাটিকে ২০০১ সালে তিনি এই নোটের কথা প্রথম জানান। তারা ২৫ হাজার কপি নোট ছাপিয়ে সেই নোটগুলো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছিল।