সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি ধরণের রেশন কা’র্ডে কতখানি খাদ্যশস্য? ন’য়া বিজ্ঞপ্তি দেখে নিন

আমরা সবাই জানি রাজ্যে বিভিন্ন রকম রেশন উপভোক্তা রয়েছে। আর সেই কারণেই তাদের বিভিন্ন পরিমাণ হিসেবে রেশন দেওয়া হয়ে থাকে। অন্তোদয় থেকে শ্রু করে বিশেষ অগ্রাধিকারী, অগ্রাদ্গিকারী, এর সাথে RKSY1 ও RKSY2 রেশন কার্ড রয়েছে।

নতুন বছরের নতুন মাস, এই ফেব্রুয়ারী মাস থেকে বিভিন্ন কার্ডের উপভোক্তারা কি কি পরিমাণ করে রেশন পাবে সেটা পশ্চিম্বনের খাদ্য দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। সাধারণ ভাবে আর্থিক পরিস্থিতির ওপরে নির্ভর করেই এই রেশনের খাদ্য শস্যের পরিমান বরাদ্দ করা হয়েছে।

যারা অন্তোদয় তারা বিনামূল্যে ২১ কেজি চাল পাবে, তারস আথে ১৩ কেজি ৩০০ গ্রাম পুষ্টিযুক্ত আটা পাবেন, সাথে দেওয়া হবে চিনিও কিন্তু চিনির জন্য কেজি প্রতি দিতে হবে ১৩ টাকা ৫০ পয়সা। বিশেষ অগ্রাধীকার প্রাপ্ত রেশন কার্ড এই শ্রেণীকে মাথা পিছু হিসেবে খাদ্য শস্য দেওয়া হবে।

আরো খবর: ফের শীতের আ’মে’জ, কলকাতার আবহাওয়া নিয়ে ব’ড়ো বা’র্তা হাওয়া অফিসের

মাথা পিছু ৩ কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে। সাথে এই কার্ডের হিসেবে মাথাপিছু ১ কেজি ৯০০ গ্রাম করে আটা দেওয়া হবে বিনামূল্যে যদি আটার বদলে গম দেওয়া হয় তাহলে মাথাপিছু সেটা ২ কেজি।

তারপর অগ্রাধীকার প্রাপ্ত রেশন কার্ড এদের ঠিক বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ডের উপভোক্তাদের মতোই রেশন দেওয়া হবে। শেষে RKSY1 ও RKSY2 এদের রেশনের পরিমাণ বাকিদের তুলনায় অনেকটাই কম।

এই উপভোক্তারা মাথাপিছু ৫ কেজি করে চাল পাবে। পরের উপভোক্তারা আরও কম এদের ২ কেজি করে চাল দেওয়া হবে মাথাপিছু বিনামূল্যে।