সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোন রাজনীতিবিদকে প’ছ’ন্দ করেন? উত্তর দিলেন প্রশান্ত কিশোর

সম্প্রতি BJP-র অন্যতম প্রাণপুরুষ লালকৃষ্ণ আডবানির প্রশংসা শোনা গেল প্রশান্ত কিশোরের গলায়। তিনি বলেছেন, লালকৃষ্ণ আডবানি এমন একজন রাজনীতিক, যাঁকে তিনি শ্রদ্ধা করেন।

পিকে-কে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয় এমন কোনো রাজনীতিবিদের নাম কর যাঁকে তিনি শ্রদ্ধা করেন। প্রথমে তিনি মহাত্মা গান্ধীর নাম নিলেও পরে বলেন, এমন কোন জীবিত রাজনীতিক, যাঁকে তিনি শ্রদ্ধার চোখে দেখেন, তখন জবাব দিতে গিয়ে পিকে বলেন, ”লালকৃষ্ণ আডবানি। ওনার কৃতিত্বেই BJP আজ একটি সর্বভারতীয় দলে পরিণত হয়েছে।”

সম্প্রতি BJP প্রসঙ্গে প্রশান্ত কিশোর বলেছেন, ”BJP শক্তিশালী নির্বাচনী দল হিসেবে থাকবে। যখন আপনি দেশে ৩০ শতাংশ ভোট সুনিশ্চিত করতে পারবেন, তখন আপনাকে কেউ সরাতে পারবে না। তার মানে এই নয়, ওরা সব নির্বাচনে জিতবে।

আরো পড়ুন: এইসব লোকেদের সঙ্গে কখনো শ’ত্রু’তা ক’র’তে যাবেন না, কি বলেছেন চাণক্য জেনে নিন

প্রথম ৪০-৫০ বছর কংগ্রেসকে ঘিরে ভারতীয় রাজনীতি আবর্তিত হয়েছে। হয় আপনি কংগ্রেসের সঙ্গে ছিলেন, না হয় কংগ্রেসের বিরোধীর সঙ্গে। পরের ২০-৩০ বছর, আমার মনে হয়, ভারতীয় রাজনীতি বিজেপিকে ঘিরে আবর্তিত হবে। হয় আপনি বিজেপির সঙ্গে বা তার বিরুদ্ধে থাকবেন।”

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে মেরুকরণের রাজনীতি প্রসঙ্গে ভোটকুশলী বলেছেন, ”মেরুকরণ এমন একটা ব্যাপার, আদতে যা, তার চেয়ে অনেক বেশি ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়।

মেরুকরুণের প্রক্রিয়াটা বদলে গিয়েছে। কী ভাবে মেরুকরণ করতেন, ১৫ বছর আগের কথা ভাবুন, এর প্রভাবটা প্রায় একই রয়ে গিয়েছে। আমরা নির্বাচনী পরিসংখ্যানও দেখেছি…মেরুকরণ যাই হোক না কেন, আপনি একটা সম্প্রদায়ের ৫০-৫৫ শতাংশ মানুষকে একত্রিত করতে পারবেন না।”